AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাড়াটিয়া অপরাধী হলে বাড়িওয়ালাও আসামি : সিএমপি কমিশনার


Ekushey Sangbad

১১:১৩ এএম, নভেম্বর ২৬, ২০১৪
ভাড়াটিয়া অপরাধী হলে বাড়িওয়ালাও আসামি : সিএমপি কমিশনার

একুশে সংবাদ : কোনো ধরনের যাচাই-বাছাই না করে সন্ত্রাসী, জঙ্গি, অপরাধীদের বাসা ভাড়া দিলে ওই মামলায় ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিককেও আসামি করা হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘আপনারা ভাড়াটিয়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করে বাসা কিংবা হোটেল কক্ষ ভাড়া দিন। অন্যথায় যার বাসা কিংবা হোটেল থেকে জঙ্গি, সন্ত্রাসী ও অপরাধী গ্রেপ্তার হবে মামলায় ওই ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিককেও আসামি করা হবে। আপনারা ভাড়া দেয়ার সময় তথ্য যাচাই বাছাই করুন। প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন। আমরা চাই না আপনাদের সঙ্গে এ রকম আচরণ করতে।’ পুলিশ কমিশনার বলেন, ‘যোগদানের পরপর আমি বলেছিলাম, সেবার ঝুড়ি নিয়ে এসেছি, সেটা এখন বাস্তবে প্রমাণ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় নতুন ব্রিজ হতে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত মুক্ত করেছি, যার ফলে শহর অনেকটা যানজট মুক্ত হয়েছে। প্রায় ২ মাস পূর্বে যোগদানের পরপর পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে।’ মণ্ডল বলেন, ‘আমি চাই থানা তথা পুলিশকে আপনাদের কাছে নিয়ে যেতে, কাউন্সিলরদের সাথে মেলবন্ধন থাকলে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ চট্টগ্রাম নগরী সব দিক দিয়ে উন্নত হবে। চট্টগ্রাম মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছি এবং এ কার্যক্রম প্রত্যেক ওয়ার্ডে ছড়িয়ে দিতে চাই সে জন্য জনপ্রতিনিধি, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সব পেশার ও সাধারণ লোকদের সম্পৃক্ত করতে চাই। এরূপ কার্যক্রমে ওয়ার্ড ভিত্তিক আয়োজন করলে আমরা সেখানে যাব।’ তিনি বলেন, ‘সম্প্রতি সিএমপি অধ্যাদেশ অনুযায়ী বাসা বাড়ির সামনে ময়লা আবর্জনা জমিয়ে রাখার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এখন থেকে যে ভবনের বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত ৮০টি মামলা করা হয়েছে।’ পুলিশ কমিশনার বলেন, ‘মুখ থেকে সহযোগিতার আশ্বাস না দিয়ে হৃদয় থেকে দিন, তাহলে অর্ধেক কাজ বাস্তবায়ন হয়ে যাবে। নগরীকে পরিস্কার করে মানুষের মনকে ঝাড়ু দেয়ার চেষ্টা করছি। যাতে মানুষের মন থেকে কলুষতা দূর হয়ে যায়। জনগণ, জনপ্রতিনিধি ও পুলিশ একত্রিত হলে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা পালানোর পথ পাবে না।’ মতবিনিময় সভায় কাউন্সিলরদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে মতবিনিময় সভা করার সিদ্ধাস্ত নেয়া হয়। ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর সংগ্রহ করতে বাড়ির মালিকদের মধ্যে প্রচারণা চালানোরও উদ্যোগ নেয়া হয়। এ সংক্রান্ত ৫০ হাজার স্টিকার বিতরণের জন্য কাউন্সিলরদের কাছে হস্তান্তর করেন নগর পুলিশ কমিশনার। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম শহীদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, মোহাম্মদ ইসমাইল, আবদুস সাত্তার সেলিম, রেহেনা কবির রানু, রেখা আলম চৌধুরী, এএফ কবির আহমদ মানিক, মো. জাহাঙ্গীর আলম ও নিছার উদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, মোহাম্মদ শাহজাহান, ফরিদ আহমদ চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মাহবুবুল আলম, মোহাম্মদ আজম, মোরশেদ আকতার চৌধুরী, মাহফুজুল আলম, মো. গিয়াস উদ্দিন, একেএম জাফরুল ইসলাম, মো. ইয়াছিন চৌধুরী, নিয়াজ মোহাম্মদ খাঁন, দিদারুর রহমান, হাজী নুরুল হক, মো. জাহাঙ্গীর আলম, হাসান মুরাদ, আরজু সাহাবুদ্দীন, আনজুমান আরা বেগম। একুশে সংবাদ ডটকম/আর/২৬-১১-০১৪:
Link copied!