AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিটির স্বপ্ন বাঁচিয়ে রাখলেন আগুয়েরো


Ekushey Sangbad

১১:৩৬ এএম, নভেম্বর ২৬, ২০১৪
সিটির স্বপ্ন বাঁচিয়ে রাখলেন আগুয়েরো

একুশে স্পোর্টস ডেস্ক: ম্যানচেষ্টার সিটির স্বপ্নটা বাঁচিয়ে রাখলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তার হ্যাটট্রিকেই বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানসিটি।   ইত্তিহাদ স্টেডিয়ামে ২১ মিনিটেই পেনাল্টি শটের মাধ্যমে গোলের তালা খোলেন আগুয়েরো। ৪০ মিনিটে জাবি আলোনসো সমতায় আনেন বায়ার্ন মিউনিখকে। এরপর খেলার ৪৫ মিনিটে পুরো ইত্তিহাদকে স্তব্ধ করে দিয়ে বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন।   বিরতির পর ২-১ এ পিছিয়ে থেকেই পরাজয়ের শঙ্কায় ভুগতে শুরু করেছে ম্যানচেস্টারবাসী। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়েরও। ততক্ষণে খেলা গড়িয়ে গেছে ৮৫ মিনিট। কিন্তু শত চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিলেন না সিটির ফুটবলাররা। একের পর এক চেষ্টা ব্যার্থ হয়ে যাচ্ছে।   অবশেষে ইত্তিহাদের ৪৮ হাজার দর্শকের মুখে হাসি ফোটালেন সেই আগুয়েরো। ৮৫ মিনিটে স্টিভেন জোভেটিকের পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বায়ার্নের জাল এফোঁড়-ওফোঁড় করে দেন আগুয়েরো। এই গোলের সুবাদে সমতায় ফেরে ম্যানসিটি।   খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ। সমতায় দু'দল। নাটকীয়তা কিন্তু তখনও বাকি ছিল। খেলার ইনজুরি সময়ে পুরো ম্যানচেস্টারকে জয়ের আনন্দে ভাসান সেই আগুয়েরোই। অতিরিক্ত সময়ে ৯২ মিনিটে আবার আগুয়েরাের ডান পায়ের শটে তৈরী করেন সিটির জয়ের নতুন মাত্রা।   এই জয়ে ম্যানসিটির পয়েন্ট দাঁড়াল ৫। এএস রোমা এবং সিএসকেএ মস্কোরও পয়েন্ট ৫ করে। আরও বাকি দুই ম্যাচ এবং এই প্রতিপক্ষের মুখোমুখি হবে ম্যানসিটি। যদি এদের হারাতে পারে তাহলে প্রথমবারেরমত চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে সিটি।   ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!