AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির টানা দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ল বার্সা


Ekushey Sangbad

১১:৪৭ এএম, নভেম্বর ২৬, ২০১৪
মেসির টানা দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ল বার্সা

একুশে স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি নামক জাদুকরের ছোঁয়ায় গত এক সপ্তাহে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে সঠিক ছন্দে ফিরেছে কাতালানরা।   মঙ্গলবার রাতে মেসির টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ধুমড়ে মুচড়ে গেছে প্রতিপক্ষ। বার্সেলোনার সামনে এবারের প্রতিপক্ষ ছিল সাইপ্রাসের ক্লাব অ্যাপয়েল নিকোশিয়া। সাইপ্রাসের এই ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়েছে মেসির ক্লাব।   এই জয়ের ফলেও ‘এফ’ গ্রুপে শীর্ষে উঠতে পারেনি স্প্যানিশরা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। একই গ্র“পে ফরাসি ক্লাব পিএসজি ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। মঙ্গলবার আয়াক্স আমস্টারডামকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।   এদিন বার্সার পক্ষে গোলের সূচনাটা করেছিলেন অবশ্য উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ২৭ মিনিটে জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে বাম পাশ থেকে ডান পায়ের কোনাকুনি শটে অ্যাপয়েলের জাল ভেদ করেন সুয়ারেজ।   বার্সেলোনায় নাম লেখানোর পর এই প্রথমবারেরমত গোলের খাতা খোলার সুযোগ পেলেন সুয়ারেজ।   পরের গল্প শুধুই মেসির। ৩৮ মিনিটে রাফিনহোর পাস থেকে বল পেয়ে বক্সের একেবারে মাঝ বরাবর থেকে শট নেন মেসি। গড়েন নতুন ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগে রাউলকে ছাড়িয়ে যাওয়ার শট ছিল এটি।   ৫৮ মিনিটে দানি আলভেজের থ্রো থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন মেসি। অ্যাপয়েলের আগুয়ান গোলরক্ষক উরকো পাদরোর মাথার ওপর দিয়ে দারুন এক চিপে বল জড়ান প্রতিপক্ষের জালে।   এরপর ৮৭ মিনিটে পেদ্রোর সহায়তা পূরণ করেন হ্যাটট্রিক। ৭৪ গোল করে এখন চ্যামিম্পয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন মেসি। এ উচ্চতায় পৌঁছাতে তার লাগল ৯১ ম্যাচ। প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ১০৬ ম্যাচ খেলে করেছেন ৭০ গোল। আর রাউল গঞ্জালেজ ১৪২ ম্যাচ খেলে করেছেন ৭১ গোল।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!