AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসির গোল উৎসব


Ekushey Sangbad

১১:৫৫ এএম, নভেম্বর ২৬, ২০১৪
চেলসির গোল উৎসব

একুশে স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে শালকে জিরো ফোর হার মেনেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।   চেলসির প্রাক্তন কোচ রবার্তো ডি মাত্তেও। বর্তমানে জার্মান বুন্দেসলিগার ক্লাব শালকে জিরো ফোরের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার সাবেক ক্লাব চেলসির মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়তে পারেননি। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যাওয়ার যে আশা জিইয়ে রেখেছিলেন সেই আশা অনেকটা ফিকে হয়ে এসেছে।   অন্যদিকে সময়টা বেশ ভালো যাচ্ছে চেলসি কোচ হোসে মরিনহোর। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও একই অবস্থানে রয়েছেন।   গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে মঙ্গলবার শালকে জিরো ফোরকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ষোলো পাকাপোক্ত করেছেন। ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ব্লুজরা।   এদিন শালকের মাঠে ম্যাচের ৮৬ সেকেন্ডের মাথায় লিড নেয় চেলসি। অভিজ্ঞ খেলোয়াড় জন টেরি হেড দিয়ে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন বার্সেলোনার প্রাক্তন তারকা সেস ফ্যাব্রিগাস।   এরপর ২৯ মিনিটে ইডেন হ্যাজার্ডের সহায়তায় বল পেয়ে যান উইলিয়ান। ব্রাজিলিয়ান তারকা বল নিয়ে শালকের ডি বক্সের ডান দিক দিয়ে ঢুকে পড়েন। ডান পায়ের শট দিয়ে নিশানা ভেদ করেন। চেলসির আক্রমণের মুখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে শালকে।   প্রথমার্ধের বিরতির ঠিক আগে আত্মঘাতি গোল করে বসেন শালকের খেলোয়াড় জান কিরকোভ। দ্বিতীয়ার্ধের ৭৪ ও ৭৫ মিনিটে দিদিয়ের দ্রগবা ও রামিরিস গোল করে ব্যবধান ৫-০ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের মধ্য দিয়েই শেষ হয় চেলসির গোল উৎসব।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!