AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাস গড়ে মেসির আরও একটি নতুন রেকর্ড


Ekushey Sangbad

১২:০৬ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
ইতিহাস গড়ে মেসির আরও একটি নতুন রেকর্ড

একুশে স্পোর্টস ডেস্ক: চলতি সপ্তাহ পুরোটাই লিওনেল মেসির জন্য রেকর্ডময়। সপ্তাহের শুরুতেই সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ভাঙলেন স্প্যানিশ লা লিগায় কিংবদন্তী তেলেমো জারার সর্বোচ্চ ২৫১ গোলের রেকর্ড।   মঙ্গলবার আবারও করলেন হ্যাটট্রিক। ভাঙলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রাউলের গড়া সর্বোচ্চ ৭১ গোলের রেকর্ড। এখন তার নামের পাশে শোভা পাবে ৭৪ গোল।   কিছুদিন আগে বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিয়ে যে বিতর্ক সৃষ্টি করেছিলেন মেসি, আর চারদিক থেকে যে সমালোচনার সম্মুখিন হচ্ছিলেন, এরই মাঝে পর পর দুটি ইতিহাস সৃষ্টিকারী রেকর্ড শুধু মেসি পক্ষেই সম্ভব। একই সঙ্গে মেসিকে নিয়ে ভিন্ন চিন্তা-ভাবনাকারী বার্সা কর্মকর্তাদের মুখের ওপর চুনকালিও মেখে দিলেন নিজের সামথ্যের প্রমান দিয়ে এবং বুঝিয়ে দিলেন মেসি আসলে ফুরিয়ে যাওয়ার মত নয়।   এর আগে ৭১ গোল করে আগেই চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেজের পাশে নাম লিখিয়ে রেখেছিলেন। মঙ্গলবার রাতে ছিল শুধু তাকে ছাড়িয়ে যাওয়া। নতুন সিংহাসনে আসীন হতে প্রয়োজন ছিল মাত্র ১ গোল। সেটিই তো করলেনই, সাথে অবিশ্বাস্যভাবে হ্যাটট্রিকও!   এক সপ্তাহে পর পর দুটি হ্যাটট্রিক, মেসিরমত ফুটবল জাদুকরের পক্ষেই মানায় শুধু। সাথে নতুন দুটি বিশ্বরেকর্ড। স্প্যানিশ লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুট জয়ের পর চ্যাম্পিয়ন্স লীগেও জিতে গেলেন একই মুকুট।   সপ্তাহের শুরুতে সিংহাসনে চড়তে ন্যু ক্যাম্পকে বেছে নিয়েছিলেন মেসি। এবার বেছে নিলেন অ্যাপয়েলের মাঠ নিও জিএসপি স্টেডিয়ামকে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!