AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সনদ জালিয়াতি: পাউবোর ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ


Ekushey Sangbad

০৩:৫৮ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
সনদ জালিয়াতি: পাউবোর ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রাক্তন মহাপরিচালক (ডিজি) মো. সহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   বুধবার দুদকের প্রধান কার্যালয়ে বিকেল ৩টায় সহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দুদকের সহকারী পরিচালক সেলিনা আখতার মনি তাকে জিজ্ঞাসাবাদ করছেন।   সূত্রে জানা যায়, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও গত বছরের ডিসেম্বর থেকে ‘মুক্তিযোদ্ধা হিসেবে’ বাড়তি মেয়াদ শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন সহিদুর রহমান।   পানি উন্নয়ন বোর্ড থেকে ২০১০ সালের ২৫ এপ্রিল মুক্তিযোদ্ধা দাবিদার হিসেবে ১৬০ জন কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই-বাছাইয়ের পর ১২৮ জনের বিষয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সপক্ষে সঠিক তথ্য পাওয়া যায়নি, যার মধ্যে তালিকার ৮৯নং সিরিয়ালে সহিদুর রহমানের নাম অন্তর্ভুক্ত ছিল।   তার নামের পাশে মন্তব্যের কলামে বলা হয়, ‘তথ্য না থাকায় যাচাই করা গেল না। এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে লাল মুক্তি বার্তায় সহিদুর রহমানের নামও ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি সার্টিফিকেট পেশ করে ২০১৩ সালের ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়তি চাকরি শুরু করেছেন।’   জানা যায়, সার্টিফিকেটে সন্দেহ থাকায় সহিদুর রহমানকে দুই বছর আগে পাউবোতে পদায়ন না করে ‘পানিসম্পদ পরিকল্পনা সংস্থার’ (ওয়ারপো) মহাপরিচালক করা হয়।   গত ১৯ ফেব্রুয়ারি মো. সহিদুর রহমান পাউবোর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ও বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এবং অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব-রিজিওন) হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৭ সালে তিনি পাউবোর সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!