AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘প্রায় চার লাখ লোক ভোটার হতে পারেনি’


Ekushey Sangbad

০৪:০৩ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
‘প্রায় চার লাখ লোক ভোটার হতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গত ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছিল। ৬ মাসব্যাপী এই কার্যক্রম চলাকালে বিভিন্ন জটিলতার কারণে ভোটার হতে পারেনি প্রায় প্রায় চার লাখ লোক। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।   নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এই বিষয়ে বলেন, ‘এবার আমরা ৫ শতাংশ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে হালনাগাদের কাজ শুরু করেছিলাম। কার্যক্রম শুরু হওয়ার পর ৫১ লাখ ১৭ জনের তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু বিভিন্ন জটিলতা ও অনুপস্থিত থাকার কারণে ৩ লাখ ৬৪ হাজার ৯ শত ৬৩ জন লোক ভোটার হতে পারেনি।’   সচিব জানান, ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জনকে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করেছে ইসি। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৫৪ শতাংশ বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ জন এবং মহিলা ভোটার ২০লাখ ৮৮ হাজার ৪৪৫ জন।   তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের ফরম পূরণ করা হলেও পরে ফরম পূরণকারীরা অনেকে ছবি তুলতে আসেন নি। এ কারণে এবং কাগজপত্রের জটিলতাসহ নানা কারণে তারা বাদ পরেছেন।   উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদের কাজ ৬ মাস করার পর গত ১৫ নভেম্বর তা শেষ করে ইসি। আগামী ২ জানুয়ারি নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং ৩১ জানুয়ারি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!