AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্ত ও তিস্তা সমস্যা সমাধানে মোদীর আশ্বাস


Ekushey Sangbad

০৪:৫১ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
সীমান্ত ও তিস্তা সমস্যা সমাধানে মোদীর আশ্বাস

একুশে সংবাদ: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা ও তিস্তার পানিবণ্টন সংক্রান্ত সৃষ্ট অচলাবস্থা নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   নেপালের রাজধানী কাঠমুন্ডুতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় ৩টা ৪০ মিনিটে। কাঠমান্ডুর হোটেল ক্রাউন প্লাজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।   বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী ভারতের বর্ধমানে বিস্ফোরণ, জঙ্গি ইস্যুসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করবো।   বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের শেখ হাসিনাকে দেওয়া এ আশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।   তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকে বর্ধমানে জঙ্গি সমস্যা সমাধানেও দুই দেশের গোয়েন্দাদের তথ্য বিনিয়ম করার সিদ্ধান্ত হয়েছে।   এছাড়া জঙ্গিবাদ দমনে দুই দেশের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আশরাফুল আলম খোকন।   এছাড়া বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে কাঠমান্ডুর হোটেল র‌্যাডিসনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সফরে নেপাল ও ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও ভুটান সফররত শেখ হাসিনার বৈঠক হতে পারে।   সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের উপস্থিতিতে বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর সিটি হলে সংস্থাটির শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম সম্মেলনের উদ্বোধন করেন।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!