AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্ঞান হারালেন প্রিয়াঙ্কা


Ekushey Sangbad

০৫:০২ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
জ্ঞান হারালেন প্রিয়াঙ্কা

একুশে সংবাদ : সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ করতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে লুটিয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। ২১ নভেম্বর মুম্বাইয়ের ফিল্ম সিটিতে চার পাতার সংলাপ বলার মাঝামাঝি পর্যায়ে গিয়ে মাথা ঘুরে পড়ে যান ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। জ্ঞান ফেরার পর ভীষণ দুর্বলতা অনুভব করেন প্রিয়াঙ্কা। এ কারণে ডাকা হয় চিকিৎসক। তাই কাজ বন্ধ ছিল ছয় ঘণ্টা। একটি সূত্র জানায়, এ ঘটনায় উপস্থিত সবাই উদ্বিগ্ন হয়ে তার মুখে জল ছিটাতে থাকেন। কয়েক মুহূর্ত পরই তিনি চোখ খুললে সবাই স্বস্তি ফিরে পান। এদিন ক্যামেরার সামনে আসার আগে সাজগোজের পেছনে চার ঘণ্টা ব্যয় করেন প্রিয়াঙ্কা। যে দৃশ্যের কাজ করতে গিয়ে তিনি অচেতন হয়েছিলেন সেটা দশবার পর ওকে হয়। কখনও পর্যাপ্ত আলো ছিলো না, কখনওবা পাশ থেকে শব্দ করায় ছন্দপতন হচ্ছিল। প্রচুর আলোর তেজ আর চার পাতার সংলাপের সমন্বয় ঘটাতে গিয়েই প্রিয়াঙ্কা হিমশিম খেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এবারই প্রথম নয়, ২০০৯ সালে আশুতোষ গোয়াড়িকরের ‘হোয়াটস ইউর রাশি?’ ছবির দৃশ্যধারণের মাঝামাঝি জ্ঞান হারিয়েছিলেন প্রিয়াঙ্কা। সে সময় তার মা তড়িঘড়ি চিকিৎসক নিয়ে যান। আশুতোষ সেদিনের মতো কাজ স্থগিত করতে চাইলেও প্রিয়াঙ্কা দৃশ্যটি শেষ করেন। এর দুই দিন পর একই ছবির সেটে পাকস্থলীর পীড়ার কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। ওই বছরেই আন্ধেরির এক মাল্টিপ্লেক্সে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘কামিনে’র প্রচারণামূলক অনুষ্ঠানেও অচেতন হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। ২০১২ সালে মুম্বাই পুলিশ বিভাগ আয়োজিত ‘উমাঙ’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু মাথা ঘোরার কারণে তা বাতিল করেন তিনি। ‘বাজিরাও মাস্তানি’তে কাশিবাই চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এতে বাজিরাও চরিত্রে রণবীর সিং আর মাস্তানির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। মারাঠি পেশওয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মাস্তানিকে ঘিরেই এর গল্প। প্রিয়াঙ্কা বলেই রেখেছেন, এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চরিত্র। টুইটারে তিনি বলেন, ‘বিছানায় গা হেলিয়ে দিলেই বুঝতে পারি কতোটা পরিশ্রম গেছে। আমি যেন নিঃশেষ হয়ে যাচ্ছি!’ একুশে সংবাদ ডটকম/আর/২৬-১১-০১৪:
Link copied!