AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে 'মিম'


Ekushey Sangbad

০৫:৪৭ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে 'মিম'

একুশে সংবাদ : চলতি বছরেই গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে মডেল হিসেবে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছিলেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা বিদ্যা সিন্হা সাহা মিম। বছর জুড়ে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করেও বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে বছর শেষ হতে না হতেই একই সেলফোন কোম্পানির নতুন আরেকটি অফার নিয়ে আসা বিজ্ঞাপনের মডেল হয়ে আবারও কাজ করছেন মিম। এবারও বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে কাজ করছেন মিম। মিমকে নিয়ে গ্রামীণফোনের এবারের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। মঙ্গলবার রাত থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার রাতে শুটিং শেষ করে ২৮ নভেম্বর মিম রাজধানীতে ফিরবেন। শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার বিকেলে মিম শ্রীমঙ্গলে পৌঁছেছেন। নতুন বিজ্ঞাপনটি নিয়ে মিম বলেন, ‘একই কোম্পানির আগের বিজ্ঞাপনের কনসেপ্ট ভালো লাগায় কাজটি করেছিলাম। অনেক ভালো হয়েছিল কাজটি। নতুন বিজ্ঞাপনের কনসেপ্টও অনেক ভালো। দুই বোনের গল্প। একজন মডার্ন অন্যজন একেবারেই সহজ-সরল। শুধু এটুকুই বললাম। বাকিটুকু না হয় দর্শক প্রচারের সময় দেখবেন, জানবেন। আমি অনেক আন্তরিকতা নিয়ে আমার চরিত্রের দুটো রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করব।’ মিমের নতুন বিজ্ঞাপনটি খুব শীঘ্রই প্রচারে আসবে বলে জানান তিনি। এদিকে অঞ্জন দত্ত পরিচালিত মিম অভিনীত ‘মন বাকসো’ চলচ্চিত্রটির শুটিং এরই মধ্যে শুরু হবার কথা থাকলেও অনিবার্য কারণবশত শুটিং পিছিয়ে গেছে। যে কারণে মিম অভিনীত ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ও তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের শুটিং শিডিউল এগিয়ে নিয়ে এসেছেন মিম। বিজ্ঞাপনের শুটিং শেষ করে মিম এই দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। এদিকে বিশেষ দিবসে মিম নাটক কিংবা টেলিফিল্মে কাজ করলেও আসছে বিজয় দিবসের কোনো নাটকে দেখা যাবে না তাকে। কারণ মিম এখন চলচ্চিত্রেই সময় দিচ্ছেন বেশি। একজন নায়িকা হয়েই নিজেকে চলচ্চিত্রের শীর্ষস্থানে নিয়ে যেতে চান। একুশে সংবাদ ডটকম/আর/২৬-১১-০১৪:
Link copied!