AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া এনার্জির অফিসে হামলা, ভাঙচুর


Ekushey Sangbad

০৫:৪৪ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
এশিয়া এনার্জির অফিসে হামলা, ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে স্থানীয় তেল-গ্যাস রক্ষা কমিটি ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্যরা।   বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে তারা দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।   এ সময় বিক্ষুব্ধরা এশিয়া এনার্জির অফিস ও ২ টি পাজেরো গাড়িসহ ৪ টি গাড়ি ভাঙচুর করে।   ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, বুধবার সকাল ১০ টায় ফুলবাড়ীর এশিয়া এনার্জি অফিসে কয়লা উত্তোলনের জন্য এলাকার লোকজনদের নিয়ে তারা মতবিনিময় করছিল। এ খবর পেয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্যরা লাঠি-সোটা নিয়ে এশিয়া এনার্জি অফিস ঘেরাও করে অফিস ও ২টি পাজেরো গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করে।   এদিকে একই সময় এশিয়া এনার্জি অফিসের সব কার্যক্রম বন্ধের দাবিতে ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। তারা নিমতলা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সড়ক অবরোধের ফলে মহাসড়কের দু’দিকে কয়েক কিলোমিটার বাস-ট্রাকসহ যানবাহন আটকা পড়ে।   পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে পুলিশ পৌঁছে অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করলে দুপুর সাড়ে ৩ টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।   এ ব্যাপারে তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক মো. নুরুজ্জামান ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ফুলবাড়ি পৌরসভার মেয়র মর্তুজা সরকার মানিক জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সড়ক অবরোধ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।   এ দিকে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!