AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লতিফ ইস্যুতে রাজনীতি নয়: কাদের


Ekushey Sangbad

০৫:৫১ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
লতিফ ইস্যুতে রাজনীতি নয়: কাদের

সিলেট প্রতিনিধি: লতিফ সিদ্দিকী ইস্যুতে সরকার কাউকে রাজনীতি করতে দেয়নি, দেবেও না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   বুধবার সিলেট নগরীর চণ্ডীপুরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   ওবায়দুল কাদের বলেন, লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, সেটা স্পিকার জানেন। লতিফের গর্হিত বক্তব্যের পর থেকেই তার ব্যাপারে সরকার কঠোর। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।   তিনি বলেন, বিচারে লতিফের ফাঁসি হবে কি হবে না, সেটা আদালতের বিষয়। মন্ত্রী বলেন, ‘শাবিপ্রবির ঘটনায় প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমিও প্রধানমন্ত্রীর এই নির্দেশের সঙ্গে একমত। এ ব্যাপারে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে বা যারাই হোক, আইনের আওতায় আনা হবে।’   এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।   এর আগে, বুধবার বেলা ২টার দিকে নভো এয়ারের একটি ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ওবায়দুল কাদের। পরে সিলেটের বিমানবন্দর সড়কে ইজিবাইক চলাচল করতে দেখে নিজের গাড়ি থামিয়ে ১০টি ইজিবাইক আটক করে পুলিশে দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!