AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় বাংলাদেশ দল


Ekushey Sangbad

০৬:৩৪ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় বাংলাদেশ দল

একুশে সংবাদঃ জাপানে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের চার প্রতিযোগি এ আয়োজনে অংশ নেবে। এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্পেস এজেন্সি ফোরামের (এপিআরএসএএফ-২১) উদ্যোগে আয়োজিত এ ওয়াটার রকেট প্রতিযোগিতা আগামী ২৯-৩০ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে।   প্রতি বছর এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিযোগি অংশ নেয়। বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (বিএএস) উদ্যোগে চলতি বছর চার প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবারের আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), লা রিভ ও টেক শহর ডট কম। এ ছাড়া সংবাদ সম্মেলনে সহযোগিত করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।   আজ বুধবার ঢাকার বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ জ্যোর্তিবিজ্ঞানী ও বিএএসের সভাপতি অধ্যাপক এ আর খান বলেন, এটি এক ধরনের খেলা মনে হলেও এর একটি বড় উদ্দেশ্য রয়েছে।   খেলার ছলে যাতে এ প্রতিযোগীরা আগামীদিনের রকেট তৈরির বিষয়ে ধারনা পায় সেটি এ ধরনের আয়োজনের বড় একটি উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বিএএসের সাধারণ সম্পাদক এফ আর সরকার ও এসপিএসবি’র কোষাধ্যক্ষ বায়েজিদ ভূঁইয়া জুয়েল। অংশ নেয়া প্রতিযোগিরা হলেন, রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদ বিন হাসান সিয়াম, স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী ফারদিম মুনির ও ইমতিয়াজ আহমেদ এবং অরণি বিদ্যালয়ের শিক্ষার্থী মনন মাহমুদ। প্রতিযোগি ছাড়াও দলনেতা হিসেবে যাচ্ছেন মো. মোফাক্ষেরুল ইসলাম।   এছাড়া শিক্ষক হিসেবে হিসেবে ওয়াহিদুজ্জামান, পর্যবেক্ষক মুহাম্মদ ফয়সাল মোস্তফা হাশেম দলের সঙ্গে জাপানে যাচ্ছেন। প্রসঙ্গত, বাংলাদেশ অক্টোনোমিক্যাল সোসাইটি ২০০৭ সাল থেকে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিএএসের সাধারণ সম্পাদক এফ. আর. সরকার ২০০৬ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় এপিআরএসএএফ-এ সর্বপ্রথম বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহন করেন।   ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ্ উদযাপন উপলক্ষে ওয়াটার রকেট উৎক্ষেপন করা হয় এবং সেটিই ছিল বাংলাদেশের আকাশে প্রথম আনুষ্ঠানিক ওয়াটার রকেট উৎক্ষেপন। সে বছরই আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নেয়। এ প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে িি.িধঢ়ৎংধভ.ড়ৎম ওয়েবসাইটে। এছাড়া এবারের আয়োজনের বিস্তারিত জানা যাবে ।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২৬.১১.১৪।
Link copied!