AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে ২৪ ঘণ্টায় সিলোকোসিস আক্রান্ত ৩ শ্রমিকের মৃত্যু


Ekushey Sangbad

০৬:৫১ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
লালমনিরহাটে ২৪ ঘণ্টায় সিলোকোসিস আক্রান্ত ৩ শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গত ২৪ ঘণ্টার ব্যাবধানে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে এ রোগে আক্রান্ত হয়ে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা বামনদল এলাকার সিরাজ উদ্দিনের ছেলে নুরুজাম্মান আহম্মেদ (৩৫) ও বুড়িমারী এলাকার আফছার আলীর ছেলে দুলাল (৩৬) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।

 
সর্বশেষ বুধবার বিকেলে মজিবর রহমান (৫০) নামের এক শ্রমিকের মৃত্য হয়। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামার বামনদল এলাকার ইয়াকুব আলী ছেলে।

 
২৪ ঘণ্টার ব্যবধানে সিলোকোসিস রোগে আক্রান্ত ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্যান্য সিলোকোসিস আক্রান্ত রোগীদের মাঝে।

 

পাটগ্রাম হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পাথর ক্রাসিং কারখানায় কাজ করা এসব শ্রমিকের মাঝে সিলোকোসিস রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। যারাই আক্রান্ত হচ্ছেন তারাই মারা যাচ্ছেন। চিকিৎসাও যেনো কোনো কাজে আসছে না। এ রোগে আক্রান্ত হয়ে ধারাবাহিকভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ঢাকার বিলস নামের একটি সংগঠনের চিকিৎসা ও সহযোগিতা ছাড়া আর কেউই এসব শ্রমিকের পাশে দাঁড়ায়নি।

 

এ ব্যাপারে লালমনিরহাট সিভিল সার্জন ডা. মোস্তফা কামাল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

 

বুড়িমারী স্থলবন্দরের একাধিক শ্রমিক জানায়, বুড়িমারিতে অবস্থিত ঢাকার একটি কারখানায় প্রায় তিন বছর ধরে পাথর ক্রাসিংয়ের কাজ করছে শ্রমিকরা। পাথর ক্রাসিংয়ের সময় উড়ন্ত ধূলাবালি নাক-মুখ দিয়ে শরীরে ঢুকলে শ্রমিকরা এ রোগে আক্রান্ত হচ্ছে।

 

তারা আরও জানায়, ঢাকার বিলস নামের একটি সংগঠন এসব রোগী সনাক্ত করে। পাঁচ শতাধিক শ্রমিক এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশের মধ্যে বুড়িমারী স্থলবন্দরেই প্রথম এ রোগটি সনাক্ত করা হয়।

 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় তিন শ্রমিকের মৃত্যুসহ এ পর্যন্ত ৪৫জন সিলোকোসিস আক্রান্ত শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যু আতঙ্কে রয়েছেন আরও দেড় শতাধিক শ্রমিক।

 

একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪

Link copied!