AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারাগারে নারী কয়েদিদের বিউটিফিকেশন প্রশিক্ষণ


Ekushey Sangbad

০৭:৫৫ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
কারাগারে নারী কয়েদিদের বিউটিফিকেশন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: জেলখানা থেকে মুক্ত হওয়ার পর নারী কয়েদিরা যাতে উপার্জন করে আত্মনির্ভরশীল হতে পারে সে লক্ষ্যে তাদের বিউটিফিকেশন (সৌন্দর্য চর্চা) প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার।   বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণের সার্বিক কারিগরী সহায়তা দিচ্ছে ঢাকা আহছানিয়া মিশন ও ফারজানা শাকিল মেকওভার সেলুন লিমিটেড।   জানা গেছে, নারী কারাবন্দিদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে দক্ষতা ও কর্মপযোগিতা অর্জনের মাধ্যমে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মান কারিগরি সংস্থার (জিআইজেড) যৌথ প্রকল্প ‘ইমপ্রুভমেন্ট অব দ্য রিয়েল সিচুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজন্স ইন বাংলাদেশ’ এর অধীনে এটি করা হচ্ছে।   উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কারা অভ্যন্তরে সঠিক প্রশিক্ষণ পেলে মুক্তির পর অনেক বন্দীই সমাজের মূল স্রোতধারায় ফিরে যাবে এবং মর্যাদাপূর্ণ জীবন ও জীবিকার সন্ধান পাবে।’   তিনি বলেন, ‘কারাবন্দিদের পুনর্বাসন ও তাদেরকে সমাজের মূলস্রোতধারায় ফিরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। প্রতিটি আধুনিক রাষ্ট্রে কারাগার সংশোধনাগার হিসেবে কাজ করে। আমাদের কারাগারগুলোকে সেভাবেই গড়ে তোলার চেষ্টা করছি।’   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা ও রুল অব ল জিআইজেড এর প্রধান প্রমিতা সেনগুপ্ত, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ সংশ্লিষ্ট অনেকে।   একুশে সংবাদ ডটকম/মামুন/২৬.১১.২০১৪
Link copied!