AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় প্রসূতির মৃত্যু: মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ


Ekushey Sangbad

০৮:২৩ পিএম, নভেম্বর ২৬, ২০১৪
নওগাঁয় প্রসূতির মৃত্যু: মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার নওগাঁ-সান্তাহার রোডের রেজিষ্ট্রশন বিহীন ডা: সুলতানা জাহান ক্লিনিকে ভুল চিকিৎসায় মঙ্গলবার সন্ধ্যায় জহুরা বেগম (২২) নামে এক প্রসূতির মারা গেছেন।   নিহত জহুরা বেগম নওগাঁ সদর উপজেলার নতুন শাহাপুর গ্রামের মিঠুর স্ত্রী।   এদিকে প্রসূতি মারা যাওয়ার পর স্থানীয় চেয়ারম্যান ও প্রভাবশালী নেতার নেতৃত্বে ও নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নানের বিরুদ্ধে তিন লাখ টাকায় ঘটনার ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।   জানা গেছে, মঙ্গলবার সকালে প্রসূতি জহুরা বেগমকে নিয়ে যাওয়া হয় ওই ক্লিনিকে। সন্ধ্যার দিকে ওই ক্লিনিকের মালিক ডা: সুলতানা জাহান সিজার করলে জহুরা বেগম মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বোয়ালীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও বিএনপির এক প্রভাবশালী নেতার নেতৃত্বে এসআই আব্দুল মান্নান দফায় দফায় বৈঠক শেষে তিন লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।   বায়ালীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ জানান, মারা যাওয়ার ঘটনায় নিহত জহুরা বেগমের স্বামী মিঠু তিন লাখ টাকা দিয়ে আপোষ করা হয়েছে। তবে তিনি রেজিষ্ট্রেশন বিহীন এই ক্লিনিক ও ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।   এসআই আব্দুল মান্নান জানান, জহুরা বেগম মারা যাওয়ার ঘটনায় কোন বাদি না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।   নওগাঁ সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রসূতির মারা যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   নওগাঁ সিভিল সার্জন মোজাহার হোসেন বুলবুল জানান, জহুরা বেগম মারা যাওয়ার ঘটনাটি জানা গেছে। রেজিষ্ট্রিশন বিহীন ওই ক্লিনিক পরিদর্শন করে সিলগালাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।   একুশে সংবাদ ডটকম/আব্বাস আলী/মামুন/২৬.১১.২০১৪
Link copied!