এবার ঢাকা মাতাতে আসছেন সানি লিওন
একুশে সংবাদ : মিডিয়ার কল্যাণে ইন্দো-কানাডিয়ান সাবেক পর্নো তারকা সানি লিওন বাংলাদেশেও পরিচিত নাম। এবার সেই সানি লিওন মাতাবেন ঢাকা। তার সঙ্গে থাকবেন অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগন, সোনাক্ষি সিনহা। বাংলাদেশের শাকিব খান, ফেরদৌসও থাকবেন তাদের সঙ্গে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। ভারত, পাকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪ থেকে ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজন। চারদিনের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্রতি ম্যাচের শেষেই অনুষ্ঠিত হবে তিন দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ আয়োজনের ব্যবসায়িক অংশীদার হওয়ার পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা। এ উপলক্ষে শুক্রবার বিকালে এটিএন বাংলা কার্যালয়ে ভাসাভি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ভাসাভির চেয়ারম্যান কামাল জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্মাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম, রুকসানা কবীর কাকলী, উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (প্রশাসন) মীর মোঃ মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সম্প্রচার) তাশিক আহমেদ, কণ্ঠশিল্পী শুভ্র দেব।
টুর্ণামেন্ট উপলক্ষে বিসিবি’র সঙ্গে ভাসাভি এবং এটিএন বাংলার মধ্যে এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এ চুক্তি স্বাক্ষরের পরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্ণামেন্ট সম্পর্কে বিস্তারিত জানাবেন আয়োজকরা।
সেলিব্রেটি ক্রিকেট লিগে প্রাথমিকভাবে বাংলাদেশ দলের নোবেল, শুভ্র দেব, আমিন খান, নিরব, ইমন, তাহসানদের মোকাবিলা করতে হবে ভারতীয় দলের সুনীল শেঠি, ববি দেওল, শান, আজহারউদ্দিন, মোঃ কাইফ, অজয় জাদেজা এবং পাকিস্তান দলের আতিফ আসলাম, আলী জাফর, স্ট্রিং ব্রাদার্স, শোয়েব আক্তার, ইমরান আব্বাস, শোয়েব মালিকদের বিপক্ষে।
একুশে সংবাদ ডটকম/আর/০৬-১২-০১৪:
Link copied!
আপনার মতামত লিখুন :