AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারা দেশে যাচ্ছে বগুড়ার সবজি


Ekushey Sangbad

১১:২৭ এএম, ডিসেম্বর ১৩, ২০১৪
সারা দেশে যাচ্ছে বগুড়ার সবজি

একুশে সংবাদ : এখান থেকে প্রতিদিন অর্ধকোটি টাকার শীতের সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে। এখন সবজি চাষি, ক্রেতা ও বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত চাষি ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহনে সবজি নিয়ে আসছেন স্থানীয় বাজারগুলোতে। পাইকারি ব্যবসায়ীরা এসব সবজি কিনে ট্রাকযোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। এসব সবজিবাজার ঘিরে কর্মমুখর হয়ে উঠেছেন শ্রমিক ও গ্রামের নারীরা। জমি থেকে সবজি সংগ্রহ, পরিবহন, বাছাই, বস্তায় ভরা ও ট্রাক বোঝাই করার কাজে মহিলাসহ শত শত শ্রমিক রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিবগঞ্জের বিহার, নামুজা, উথলী, কানুপুর, মোকামতলা, ভড়িয়া এলাকা থেকে প্রতিদিন শত শত মণ মুলা, পটোল, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বরবটি, করলা এসে উঠছে বগুড়ার বিখ্যাত সবজি বাজার ঐতিহাসিক মহাস্থানগড়ে। সরেজমিন দেখা গেছে, বগুড়া সদর, মহাস্থান, মোকামতলা, শিবগঞ্জ, ধুনট, শাজাহানপুর, শেরপুর, গাবতলীসহ বিভিন্ন উপজেলা থেকে গড়ে প্রতিদিন ৫০ ট্রাক করে সবজি যাচ্ছে বগুড়ার বাইরের জেলাগুলোতে। শীতের শুরুতেই বগুড়ার মহাস্থান, মোকামতলা, মাঝিড়া, শেরপুর মহাসড়কসংলগ্ন এলাকায় সবজি বাজার জমে উঠেছে। কৃষকরা ভোর হতেই ছুটে আসছেন এসব সবজি বাজারে। দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। বাইরের জেলাগুলো থেকে ব্যবসায়ীরা এসে ভিড় জমাচ্ছেন এসব বাজারে। ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঝিনাইদহ, যশোহরসহ দেশের দক্ষিণাঞ্চলে। মহাস্থান এলাকার মেসার্স বলখী (রহ.) ট্রেডার্সের স্বত্বাধিকারী মোবারক হোসেন জানান, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে জানুয়ারি পর্যন্ত মহাস্থান বাজারে শীতের সবজির বেচাকেনা চলে। শুরুতে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক সবজি জেলার বাইরে সরবরাহ করা হলেও নভেম্বর মাসের শেষের দিকে প্রতিদিন কমপক্ষে ৫০ ট্রাক পর্যন্ত সবজি সরবরাহ করা হচ্ছে এখানকার হাটবাজার থেকে। ব্যবসায়ীরা জানান, বগুড়া থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় সবজি পরিবহন বাবদ প্রতিটি বড় ট্রাকের জন্য ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। ছোট ট্রাকগুলোতে পরিবহন খরচ ১৫ হাজার টাকার কম। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, বগুড়ায় প্রতি বছর ১২ হাজার হেক্টর জমি থেকে প্রায় ৪২৫ কোটি টাকার সবজি উৎপন্ন হয়। জেলায় সারা বছরে উৎপন্ন ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন সবজির মধ্যে ২ লাখ মেট্রিক টন স্থানীয় চাহিদা মেটায়। বাকি ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সবজি বাইরের জেলাগুলোতে সরবরাহ হয়। সবজি বিক্রি থেকে জেলার কৃষকরা বছরে প্রায় ২০০ কোটি টাকা আয় করেন। শুধু শীতকালে প্রায় ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন সবজি উৎপন্ন হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপপরিচালক চন্ডিদাস কুন্ডু জানান, সবজির চাষ আগের চেয়ে বেড়েছে। বগুড়া জেলায় চাহিদার দ্বিগুণ সবজি উৎপন্ন হয়। তবে সংরক্ষণের ব্যবস্থা করলে কৃষকরা আরও বেশি লাভবান হতেন। একুশে সংবাদ ডটকম/আর/১৩-১২-০১৪:
Link copied!