AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সপ্তাহশেষে কমেছে সব সূচক ও লেনদেন


Ekushey Sangbad

০৩:২৯ পিএম, ডিসেম্বর ১৩, ২০১৪
সপ্তাহশেষে কমেছে সব সূচক ও লেনদেন

একুশে সংবাদ : পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস মূল্যসূচক কমেছে। বাকি দুই কার্যদিবস সূচক তুলনামুলক কম বেড়েছে। সপ্তাহের পাঁচ কার্যদিবস টাকার অঙ্কে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। ফলে সপ্তাহ শেষে মূল্যসূচক, বাজার মূলধন ও টাকার অঙ্কে লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। তবে শেয়ারের হিসাবে লেনদেন বেড়েছে। গত ১১ ডিসেম্বর থেকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ০.৫৮ শতাংশ বা ২৮ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছিল ৩.৯৭ শতাংশ বা ১৮৯ পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ৩১ পয়েন্ট, সোমবার বেড়েছে ০.৪ পয়েন্ট, মঙ্গলবার বেড়েছে ১৪ পয়েন্ট, বুধবার কমেছে ০.৩ পয়েন্ট ও বৃহস্পতিবার কমেছে ১০ পয়েন্ট। রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯৩০.৩৭ পয়েন্টে, সোমবার ৪৯৩০.৮২ পয়েন্টে, মঙ্গলবার ৪৯৪৪.০৩ পয়েন্টে, বুধবার ৪৯৪৩.৭২ পয়েন্টে ও বৃহস্পতিবার অবস্থান করে ৪৯৩৩.০৩ পয়েন্টে। শরিয়াহ সূচক সপ্তাহ শেষে ০.৫২ শতাংশ বা ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে ১.০৯ শতাংশ বা ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮২৩ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কমেছে ৮.৮৬ শতাংশ বা ১৭৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ১৭৯ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছিল ২১.৫২ শতাংশ বা ৩৫০ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৬৩২ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮০২ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৭৭ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৮৮৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে দৈনিক গড় শেয়ার লেনদেন কমেছে ৮.৮৬ শতাংশ বা ৩৫ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৪৩৬ টাকা। আগের সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে দৈনিক গড় শেয়ার লেনদেন বেড়েছিল ২১.৫২ শতাংশ বা ৭০ কোটি ৩ লাখ ৮৫ হাজার ১২৭ টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৮৪৯টি। আগের সপ্তাহজুড়ে ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৭৫৩টি। অর্থাৎ শেয়ারের হিসাবে লেনদেন বেড়েছে ০.৪৮ শতাংশ বা ২২ লাখ ৮১ হাজার ৯৬টি। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন হয়েছে ৫১৩ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, সোমবার ৪২৬ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা, মঙ্গলবার ৪৩৩ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা, বুধবার ৪২১ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা ও বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৭২টির, দর অপরিবর্তিত রয়েছে ২৭টির এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৭৮৭ কোটি ৮১ লাখ ৩৩ হাজার টাকা বা ০.৫৪ শতাংশ। আগের সপ্তাহশেষে বাজার মূলধন বেড়েছিল ৪.১১ শতাংশ বা ১২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ২ হাজার ৯১ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ২৬ হাজার ৮১৭ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার টাকা এবং শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৫ হাজার ৪৪৯ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকা। গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৭৮.৯২ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.৮৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১১.৮২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৫.৩৯ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিল ৮০.৯৫ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ২.০২ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১২.৫২ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৪.৫১ শতাংশ। সপ্তাহশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ০.৫৭ শতাংশ বা ৫৩ পয়েন্ট। আগের সপ্তাহশেষে সিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছিল ৩.৯৯ শতাংশ বা ৩৫৭ পয়েন্ট। সপ্তাহ শেষে সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক অবস্থান করছে ৯২৫৬ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে অবস্থান করে ৯৩১০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। একুশে সংবাদ ডটকম/আর/১৩-১২-০১৪:
Link copied!