AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে চুলের সঠিক পরিচর্যায় যা করণীয়


Ekushey Sangbad

১০:০৮ এএম, ডিসেম্বর ১৫, ২০১৪
শীতে চুলের সঠিক পরিচর্যায় যা করণীয়

একুশে সংবাদ : বাতাসে আদ্রতার অভাবে শীতকালে ত্বকের মতোই চুলও হয়ে যায় শুষ্ক ও নির্জীব। তাই এই সময় পুরো শরীরেরই যত্ন নিতে হয় সঠিক ভাবে। সুস্থ দেহের পাশাপাশি সুস্থ ও মোলায়েম চুলের জন্য চাই সঠিক উইন্টার কেয়ার। তাই আপনার জন্য আমরা নিয়ে এলাম সেই রকমই কয়েকটি উইন্টার কেয়ারের উপায়। যা করবেন - নারকেল তেল গরম করে জবা ফুলের রস, লেবু, মধু ও অলিভ অয়েল পরিমান মতো নিয়ে একসাথে মিশিয়ে চুলের গোড়ায় ভাল করে লাগান। হালকা হাতে মাথার তালুতে কিছুক্ষণ ম্যাসেজ করুন। এতে চুলের গোড়ায় ভাল করে তেল ঢুকবে। এর এক ঘণ্টা বাদে শ্যাম্পু করুন। শ্যাম্পুর ক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার সময় কম পরিমান শ্যাম্পু নিয়ে বেশি করে পানি দিয়ে চুল ধোবেন। এতে চুল রুক্ষ হবে না। চুলের ময়েসচার ধরে রাখার জন্য শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। ভাল কন্ডিশনার নিয়ে চুলের ডগায় ভাল করে লাগিয়ে নিন। দু,মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নিন। এতে চুল নরম হবে ও চুলে জট পড়বে না। - শীতকালে অনেকেরই খুশকির সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেথিগুঁড়ো আর দই মিশিয়ে নিন। ইচ্ছে হলে এর সাথে আমলকী ও লেবুর রসও দিতে পারেন। মিশ্রণটি চুলের গোড়ায় ও মাথার ত্বকে লাগান। একঘণ্টা পরে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যা একটু কমবে। একুশে সংবাদ ডটকম/আর/১৫-১২-০১৪:
Link copied!