AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসছে স্মার্ট সাইকেল, ৪৩০ মিলিয়ন চালক অপেক্ষায়


Ekushey Sangbad

১১:০৯ এএম, ডিসেম্বর ১৭, ২০১৪
আসছে স্মার্ট সাইকেল, ৪৩০ মিলিয়ন চালক অপেক্ষায়

একুশে সংবাদ : বেইজিং, ১৬ ডিসেম্বর- চীনের জায়ান্ট ওয়েব সার্ভিস কম্পানি ‘বাইদু’ বাজারে আনতে চলেছে প্রযুক্তির আরেকটি স্মার্ট সংস্করণ। তবে স্মার্টফোন নয়, আস্ত একটা স্মার্ট সাইকেল। বাইদুর এই ‘দুবাইক’ সাইকেলটি ‘স্মার্ট বাইক’ নামে খবর ছড়িয়েছে ইতিমধ্যে। এর জন্য অপেক্ষায় রয়েছেন চীনের ৪৩০ মিলিয়ন বাইসাইকেলচালক। জানানো হয়, এই দুই চাকার যানটিতে থাকছে ব্লুটুথ সংযোগ, বিল্ট ইন জিপিএস এবং সেন্সর। রিয়েল টাইম নেভিগেশন থেকে শুরু করে অ্যান্টি-থেফট প্রোটেকশন প্রযুক্তি রয়েছে এতে। এর হ্যান্ডেল বারে থাকবে বাইদুর ম্যাপ ব্রডকাস্টস ডিরেকশন। মানচিত্র দেখে দেখে সাইকেল চালাতে পারবেন। এর সেন্সরগুলো আপনার ফিটনেস-সংক্রান্ত তথ্য দেবে, হার্টরেট জানাবে এবং কতখানি ক্যালোরি পুড়লো সে তথ্য দেবে। এই প্রথমবারের মতো স্মার্ট সাইকেলের এই পরিকল্পনা রীতিমতো ঝড় তুলে দিয়েছে চীনে। ধারণা করা হচ্ছে, দেশটির অলিগলি আর বড় রাস্তা ছেয়ে যাবে এই সাইকেলে। জানা যায়, এর গতি শক্তি সেন্সরসহ অন্যান্য পর্দার শক্তি জোগাবে। অর্থাৎ, পেডেল ঘুরতে থাকলে ডিজিটাল স্ক্রিন জ্বলবে এবং অন্যান্য সেন্সর কাজ করবে। এখন বিনিয়োগকারীরা বেশ হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত রয়েছেন। বাজারে আসামাত্র এটি টাকার খনি হবে বাইদুর। তাই একেবারে নিখুঁতভাবে সাইকেলটি বানানোর জন্যে মুখিয়ে রয়েছে বাইদু। গুগলের অ্যান্ড্রয়েড এর মতো দুনিয়াটাকে গ্রাস করবে এই সাইকেল। এ ছাড়া গুগলের স্বনিয়ন্ত্রিত গাড়ি এবং গুগল গ্লাস যদি পৃথিবীকে কিছু দেয়, তবে বাইদুর সাইকেলটিও এই স্থান দখল করবে। কয়েকটি বিষয় নিয়ে ঝামেলাও রয়েছে। তাই এটি নিজেরা বানাবে না যেমন- হ্যান্ডেল বারে মানচিত্র দেখতে দেখতে সাইকেল চালানো দুর্ঘটনা বয়ে আনতে পারে। আবার এ অবস্থায় মেসেজ করাও বিপজ্জনক। আবার চুরি ঠেকাতে যা ব্যবহার করা হবে, তা যদি সহজেই ভেঙে ফেলা যায়, তবে বিপদ। তাই বুঝেশুনে বানাতে হবে সাইকেলটি। বাইদু বেশ ফুলেফেঁপে উঠছে। বছরের শেষ সিকি ভাগে এদের রেভিনিউ বেড়েছে ৫২ শতাংশ। এরপর এই সাইকেলটি সফলভাবে বাজারে আনতে পারলে হিসাব অনেক পাল্টে যাবে এক ধাক্কাতেই। এমনই ধারণা বিশেষজ্ঞদের। একুশে সংবাদ ডটকম/আর/১৭-১২-০১৪:
Link copied!