AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুলে ভরা অনলাইন প্রেম!


Ekushey Sangbad

১১:৪১ এএম, ডিসেম্বর ১৭, ২০১৪
ভুলে ভরা অনলাইন প্রেম!

একুশে সংবাদ : আজকাল ইন্টারনেটে প্রেম আর সেই প্রেম থেকে পরিণয় হওয়াটা খুব সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অনলাইনের কল্যাণেই বাংলাদেশের মেয়ে বিয়ে করছে পৃথিবীর অন্য প্রান্তের কোন ভিনদেশি পুরুষকে। আবার কোন বিদেশীনি ছুটে আসছেন বাংলাদেশের কোন সাধারণ ছেলের স্ত্রী হতে। তবে প্রতারণা আর কষ্ট পাওয়ার ঘটনা যে ঘটছে না, সেটাও কিন্তু নয়। বরং সেটা সংখ্যায় মনে হয় একটু বেশি। চলুন, আজ জেনে নিই অনলাইনে প্রেম সম্পর্কে সবচাইতে প্রচলিত ৪টি ভুল ধারণা যেগুলো কমবেশি সবার মাঝে আছে। সবাই মিথ্যা বলছে পৃথিবীতে সবাই মিথ্যুক নন, মানুষ হিসাবে বাঁচতে গেলে এটুকু বিশ্বাস তো থাকতেই হবে পৃথিবীর প্রতি। তাই না? অনলাইনেও যে সবাই মিথ্যা কথা বলছেন আর মিথ্যা বলে সম্পর্ক করছেন, বিষয় মোটেও সেটা না। তবে হ্যাঁ, অনেকেই মিথ্যা বলেন, তাই সতর্ক থাকা খুবই প্রয়োজন। যারা বাস্তবে কাউকে পায় না, শুধু তাঁরাই অনলাইনে প্রেম করে এটাও মোটেই ঠিক কথা নয়। প্রেম ভালোবাসা যখন-তখন হতে পারে, যে কারো সাথে হতে পারে। এখানে অনলাইন-অফলাইনের কোন সম্পর্ক নেই। ইন্টারনেট কেবলই যোগাযোগ করার মাধ্যম। তাই কেউ অনলাইনেই প্রেম করেছেন মানেই বাস্তবে কাউকে পাননি, এটা ভাবা বোকামি। মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে অনলাইনে সম্পর্ক করে পৃথিবীতে সবাই খারাপ মানুষ নন, পৃথিবীতে সবাই অন্যকে নিজের স্বার্থে ব্যবহার করেন না কিংবা অন্যের ক্ষতি করতে চান না। তবে হ্যাঁ, কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই সতর্ক থাকা উচিত। কেননা পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যাও কম নয়। তাই বাস্তবে খোঁজখবর না নিয়ে অনলাইনে কাউকে ১০০ ভাগ বিশ্বাস করে ফেলা ঠিক নয়। অনলাইনে সম্পর্ক কখনো সুখের হয় না পৃথিবীতে আজকাল অসংখ্য জুটি আছেন যারা অনলাইনে প্রেম করেছেন, প্রেম করে বিয়ের পর দিব্যি সুখে আছেন। সুখের সাথে অনলাইন-অফলাইনের সম্পর্ক নেই। মনের মানুষটাকে পাওয়াই আসল কথা। একুশে সংবাদ ডটকম/আর/১৭-১২-০১৪:
Link copied!