AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবন সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি


Ekushey Sangbad

০৫:০২ পিএম, ডিসেম্বর ১৭, ২০১৪
সুন্দরবন সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি

একুশে সংবাদ : সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় সরকারের ভূমিকায় সমালোচনা করেছে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদী পরিদর্শন শেষে মংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম সরকারের সমালোচনা করে সুন্দরবন সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার যদি দ্রুত পদক্ষেপ নিতো তাহলে বনের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বনের ভেতরে যে তেল ছড়িয়ে পড়ছে এটা অনেক কমানো যেত। এই তেলেযুক্ত পানি, লতাপাতা ও ঘাস খেয়ে বন্যপ্রাণী আক্রান্ত হবে।’ এ সময় তিনি সুন্দরবনের ভেতরের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ এবং মংলা-ঘাসিয়াখালী চ্যানেল দ্রুত চালুর দাবি জানান। সংবাদ সম্মেলনে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠান সিএইচআরএমর চেয়ারম্যান ড. মো. জিয়াউর রহমান ও বাগেরহাটের ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ। সেখানে বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেন, ‘তেলের ট্যাংকার ডুবির ফলে গৃহীত পদক্ষেপগুলো বারবার প্রমাণ করছে যে, সরকার সুন্দরবনের গুরুত্ব বুঝতে পারছে না অথবা বুঝে তা সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে রাজি নয়।’ এতে বাপার স্থানীয় নেতা নুর আলম শেখসহ সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। এদিকে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বিপুল সংখ্যক লোক সুন্দরবনের নদী-খাল থেকে তেল সংগ্রহের কাজ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে বনবিভাগ, মংলা বন্দর কর্তৃপক্ষ ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা কচুরিপানা ছড়িয়ে ও পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করে সকাল থেকে শুরু করে তেল অপসারণ এবং সংগ্রহের কাজ। একুশে সংবাদ ডটকম/আর/১৭-১২-০১৪:
Link copied!