AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেএসসি-জেডিসির ফল ২৮ ডিসেম্বর


Ekushey Sangbad

১১:৪৩ এএম, ডিসেম্বর ১৯, ২০১৪
জেএসসি-জেডিসির ফল ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর প্রকাশিত হবে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল।     আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ২৮ ডিসেম্বর প্রকাশের প্রস্তুতি চলছে। ওই দিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময়ও চাওয়া হয়েছে। তবে ২৮ ডিসেম্বর সময় দিতে না পারলে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তুত আছি।     রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী বোর্ড প্রধানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারাংশের কপি তুলে দেন। এরপরই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।     এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা হয়নি। পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর।     হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পরিবর্তন করে ৭ ও ১৪ নভেম্বর নেওয়া হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৮ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।     এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়।   একুশে সংবাদ ডটকম/মামুন/১৯.১২.২০১৪
Link copied!