AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লবণের তৈরি হোটেল!


Ekushey Sangbad

০১:১০ পিএম, ডিসেম্বর ১৯, ২০১৪
লবণের তৈরি হোটেল!

একুশে সংবাদ : শুনতেই হবাক হলেন নিশ্চয়। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। বলিভিয়ায় অবস্থিত লবণের তৈরি এ হোটেলের নাম 'পেলাসিও ডি সাল'। দেশটির রাজধানী লাপাজ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ হোটেলটি। হোটেলের মেঝে, দেয়াল এবং ছাদের ভেতরের অংশ লবণ দিয়ে তৈরি। শুধু তাই না, বিশ্রামের জন্য তৈরি বিছানা এবং বসার চেয়ারগুলোও লবণ দিয়ে বানানো হয়েছে। জানা গেছে, ১৯৯৩-১৯৯৫ মেয়াদে নির্মাণের পর প্রথমবারের মতো হোটেলটি চালু হয়। কিন্তু স্যানিটারি সংক্রান্ত সমস্যার কারণে ২০০২ সালে মালিকপক্ষ হোটেলটি ভেঙে ফেলে। এরপর ২০০৭ সালে হোটেলটি ফের চালু হয়। ব্যতিক্রমি এ হোটেলে ১৬টি কক্ষ রয়েছে। ম্যাসেজরুম, শীতের দিনে আরাম পেতে হিটারসমৃদ্ধ রুম এবং সাতার কাটার ব্যবস্থা আছে ভ্রমণকারীদের জন্য। কেউ চাইলে তার জন্য গলফ খেলার ব্যবস্থাও আছে। আপনি যনি এই হোটেলে অবকাশ যাপন করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন- হোটেলের দেয়ালে হাত না দেয়া, লবণের তৈরি আসবাবপত্রগুলো সাবধানে ব্যবহার করা। মে থেকে নভেম্বর পর্যন্ত যে কোনো সময় বুকিং দিয়ে আপনিও যেতে পারেন ভিন্নধর্মী এই হোটেলে। আর হ্যাঁ, বলিভিয়ানদের ঐতিহ্য অনুসারে হোটেলে অতিথিদেরকে লবণাক্ত মাংস এবং শাক-সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। একুশে সংবাদ ডটকম/আর/১৯-১২-০১৪:
Link copied!