AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় এক গৃহবধুকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র !


Ekushey Sangbad

০৪:০৮ পিএম, ডিসেম্বর ১৯, ২০১৪
উল্লাপাড়ায় এক গৃহবধুকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র !

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ৩ সন্তানের মা গৃহবধু ফাতেমা বেগমের নিকট আত্মীয়রা তাকে তার মৃত স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে। গৃহবধু ফাতেমা ১২ বছর পূর্বে মৃত তার স্বামী আহের আলীর ভিটায় ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছে। ভুয়া দলিল করে প্রতিপক্ষরা ফাতেমার বসবাসের ভগ্ন প্রায় একমাত্র ছাপড়াটিও সংস্কার করতে দিচ্ছে না। এ অবস্থায় ছেলেমেয়ে নিয়ে চরম অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে ফাতেমার।   গতকাল বৃহস্পতিবার বোয়ালিয়া গ্রামের মৃত আহের আলীর স্ত্রী ফাতেমা বেগম উল্লাপাড়া প্রেস ক্লাবে এসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন। তার মৃত স্বামীর ২৫ শতক ভিটায় তিনি তার ছেলেমেয়ে নিয়ে বসবাস করছেন। সম্প্রতি তার মৃত স্বামীর চাচাতো ভাই হযরত ও শামছুল হক ফাতেমার বসতি জমির ভুয়া দলিল তৈরি করে লোকজন নিয়ে তাকে স্বামীর ভিটা থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে।   ফাতেমা জানায়, তার স্বামী বা ছেলেমেয়ে কখনই তাদের বসত ভিটা কারোর কাছে বিক্রি করেনি। কাজেই কবলা দলিলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অসহায় বিধবা ফাতেমা এই বিষয়টি গ্রামের প্রধানদেরকে জানিয়ে বিচার চাইলেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় বিচার পায়নি। ফাতেমা আরো অভিযোগ করেন, তিনি সংশ্লিষ্ট বড়হর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছেও তার অসহায়ত্বের কথা জানিয়ে বিচার চেয়েছেন। কিন্তু চেয়ারম্যানও কোন সমাধান দিতে পারেনি।   এ ব্যাপারে বড়হর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি অভিযুক্ত হযরত ও শামছুলকে বার বার নোটিশ করে ডেকেও তার পরিষদে উপস্থিত করতে পারেননি। তিনি বিষয়টি সমাধানের জন্য পুনরায় নোটিশ করবেন বলে আশ্বাস্ত করেন।   একুশে সংবাদ ডটকম/আবিদা সুলতানা রিলা/১৯.১২.১৪।
Link copied!