AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাকরির নামে পতিতালয়ে বিক্রি!


Ekushey Sangbad

০৬:৫৩ পিএম, ডিসেম্বর ১৯, ২০১৪
চাকরির নামে পতিতালয়ে বিক্রি!

যশোর প্রতিনিধি: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে নিয়ে আসা এক তরুণীকে (২০)যশোর মাড়োয়ারি মন্দির পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।     তবে সেখান থেকে পালাতে সক্ষম হন ওই তরুণী। পরে ওই তরুণীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।     পালিয়ে আসা তরুণী জানান, পতিতালয়ে আরও এক নারীকে আটকে জোরপূর্বক পতিতাবৃত্তি করান হচ্ছে।     তিনি আরও জানান, তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। বাবা নেই। মা ও এক ভাই আছে। মা গার্মেন্টসে কাজ করেন। প্রায় দুই মাস আগে রাজধানীর মিরপুরের এক মাজারে সোনিয়া নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী গার্মেন্টমকর্মী পরিচয় দিয়ে তাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যশোরে নিয়ে আসে। সেখানে মোমিন নামে এক যুবকের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে তাকে মাড়োয়ারি মন্দির পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়।     তরুণী আরো জানায়, পতিতালয়ের এক নম্বর গলির সর্দারনী মিলির অধীনে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। ওই তরুণী আরও জানান, এ দুই মাস তাকে ব্যাপক মারপিট করা হয়েছে। এমনি তাকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি।     ওই তরুণী জানান, আলী হোসেন নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। আলী হোসেন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি বৃহস্পতিবার সকালে পতিতালয় থেকে পালিয়ে আসেন। কিন্তু আলী হোসেন তাকে বাড়ি পৌঁছে না দিয়ে বেজপাড়ায় এক নারীর বাড়িতে রেখে আসে। ওই নারী শুক্রবার ভোরে তাকে যশোর কোতোয়ালি থানায় পৌঁছে দেন। ওই নারী জানান, আলী হোসেন তাকে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।     তরুণীর অভিযোগ, পতিতালয়ের এক নম্বর গলিতে আরও এক তরুণীকে আটকে রেখেছে ঘরমালিক সোনিয়া। ওই তরুণীকে উদ্ধারে তিনি পুলিশের সহায়তা কামনা করেন।     কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, এটি একটি পাচারের ঘটনা। এ বিষয়ে মেয়েটিকে বাদী করে মামলা করা হবে।     একুশে সংবাদ ডটকম/মামুন/১৯.১২.২০১৪
Link copied!