AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোগীদের জন্য ভারতীয় ভিসা ব্যবস্থা শিথীল


Ekushey Sangbad

১০:৩৪ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
রোগীদের জন্য ভারতীয় ভিসা ব্যবস্থা শিথীল

একুশে সংবাদ : ভারতীয় ভিসার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না রোগীদের। অনলাইন সিরিয়ালের জন্য দৌড়ঝাঁপ আর দালালদের পেছনেও ছুটতে হবে না। রবিবার থেকে রোগীরা চিকিৎসকের পরামর্শপত্র জমা দিলেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাদের জন্য অনলাইন সিরিয়ালেরও প্রয়োজন পড়বে না। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী একথা জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে কোনো রোগীকে চিকিৎসার জন্য ভারত যেতে কম্পিউটার অনলাইনে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে না। চিকিৎসকের পরামর্শপত্রসহ খুলনা ভিসা সেন্টারে জমা দিয়ে রোগীরা ভিসা নিতে পারবেন। এ ব্যাপারে খুলনা কেন্দ্রকে নির্দেশনা দেয়া হয়েছে। এ দিকে অচিরেই খুলনায় ভারতীয় দূতাবাসের শাখা খোলা হচ্ছে। ফলে খুলনা থেকেই ভিসার আবেদনপত্র গ্রহণ, খুলনাতেই প্রেসেসিং এবং এখান থেকেই ভিসা দেয়া হবে। খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের কষ্ট লাঘবে ২০১১ সালের ২৯ মে খুলনায় শুরু হয় ভিসার আবেদন গ্রহণ কেন্দ্র। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখার মাধ্যমে এই আবেদন জমা নেয়া হতো। কিন্তু অনলাইনের সিরিয়াল নিয়ে শুরু হয় জটিলতা। অনলাইনে সিরিয়াল না মিললে ভিসার আবেদন করা যায় না। আর এই সিরিয়ালের জন্য দালালদের পেছনে দিনের পর দিন ঘুরতে হয় ভিসা প্রত্যাশীদের। অকারণে ব্যয় করতে হয় হাজার হাজার টাকা। ওয়েব সাইট হ্যাকের মাধ্যমে মুষ্টিমেয় ব্যক্তিরা সিরিয়াল নিয়ন্ত্রণ করায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। অনেক রোগী চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েও ভিসার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এসব কারণেই রোগীদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/২০-১২-০১৪:
Link copied!