AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর


Ekushey Sangbad

১০:২০ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি কার্যকর

একুশে সংবাদ ডেস্ক: দুই জঙ্গির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান সরকার। এরা হলেন- ড. ওসমান ওরফে আকিল এবং আরশাদ মাহমুদ।     শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।   এদের মধ্যে জঙ্গি ওসমানকে ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলায় সম্পৃক্ততার দায়ে ফাঁসি দেয়া হয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ছিলেন।     অপরদিকে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার জন্য আরশাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।     এর আগে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ বৃহস্পতিবার ছয় জঙ্গির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। এর আগে দেশের এক সামরিক আদালত সন্ত্রাসী মামলায় তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন। তাদের ফাঁসির আদেশটি দীর্ঘদিন ধরে ঝুঁলে থাকার পর জেনারেল রাহেল তাতে সই করলেন।     পেশোয়ারে স্কুলে তালেবান হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র একদিন পর ওই ছয় জঙ্গির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করলেন জেনারেল রাহেল। পেশোয়ার স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দায়িদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই বুধবার ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাক সরকার। মঙ্গলবারের ওই সন্ত্রাসী হামলায় ১৪২ জন নিহত হয়েছে যাদের মধ্যে ১৩২ জনই স্কুলশিশু।     পাক সেনাপ্রধান পেশোয়ার স্কুলের ওই হামলাকে ‘কাপুরুষদের এক জঘন্য কাজ’ বলে উল্লেখ করেছিলেন। তিনি আরো বলেন, ‘এরা শুধু পাকিস্তানের নয়, গোটা মানবতার শত্রু।’ তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনেরও হুমকি দিয়েছিলেন।     এদিকে মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে সম্ভাব্য জেল থেকে পলায়নের বিরুদ্ধে কারা কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে সরকার।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!