AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধিনায়কত্ব হারাচ্ছেন কুক


Ekushey Sangbad

১০:৫৬ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
অধিনায়কত্ব হারাচ্ছেন কুক

একুশে স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-২ ব্যবধানে হারের বলি হলেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালিস্টার কুক।     ক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অধিনায়ককে বরখাস্ত করার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেওয়া হয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে।     শোনা যাচ্ছে ইয়ন মর্গ্যানকেই ফ্রেব্রয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।     শুক্রবার ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপের জন্য অধিনায়ক নির্বাচন এবং দল নিয়ে আলোচনায় বসে ইংল্যান্ডের নির্বাচক কমিটি। তবে বৈঠক শেষে নির্বাচকদের কেউই গনমাধ্যমে কথা বলেননি। সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে। ধারনা করা হচ্ছে, শনিবার লর্ডসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।     বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২ মাস বাকি। তার আগেই খুব কঠিন এক সিদ্ধান্ত নিতে হচ্ছে ইংল্যান্ড ক্রিকটে বোর্ডকে।     এদিকে ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কুকও। কিন্তু সেখান থেকে বের হওয়ার পর তার চেহারায় বিধ্বস্ত ভাব ফুটে ওঠে। ওয়ানডের পরিবর্তে তাকে টেস্ট স্পেশালিস্ট হিসেবেই হয়তো দেখা যাবে ইংল্যান্ড দলে।     ২৯ বছর বয়সী কুক ওয়ানডেতে কিন্তু বেশ খারাপই করছিলেন। নেতৃত্বে যেমন, পারফরম্যান্সেও তেমন। সর্বশেষ ২২ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এমন একজনকে নেতৃত্বে নয় শুধু, বিশ্বকাপের দলে রাখা হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!