AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি প্রণব মুখার্জি


Ekushey Sangbad

১১:০৯ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

একুশে সংবাদঃ ভারত সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একান্ত বৈঠকের সময় বলেছেন, ভারত সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে।   বাংলাদেশের সঙ্গে ভারতের ঝুলে থাকা ও বহু প্রতীক্ষিত সীমান্ত চুক্তি এবং তিস্তা নদীর পানিবণ্টন সমস্যার সমাধান প্রসঙ্গে প্রণব মুখার্জি এসব কথা বলেন। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান। খবর বাসসের। আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করে প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।   রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, বিশ্বব্যাপী আর্থিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করছে। বাংলাদেশে প্রবৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে এবং মাথাপিছু আয় ও রেমিট্যান্স অর্জনের হারও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ থেকে আমদানি বৃদ্ধির কথা জানিয়ে প্রণব মুখার্জি বলেন, আমদানি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে ভারত বিনিয়োগ আরো বাড়াবে। বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে এবং প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রণব মুখার্জিকে ধন্যবাদ জানান। আবদুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করেন এবং তাকে ধন্যবাদ জানান।   রাষ্ট্রপতি বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধের সময় তাদের সমর্থন এবং সহযোগিতার জন্য ভারতের জনগণ ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।   বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘আকাশবাণী’ থেকে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানসংবলিত একটি বই আবদুল হামিদকে উপহার দেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি আবদুল হামিদও মুক্তিযুদ্ধসংক্রান্ত একটি বই প্রণব মুখার্জিকে উপহার দেন।   বৈঠক শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সম্মানে দেওয়া প্রণব মুখার্জির এক নৈশভোজে অংশগ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।   অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ রেদোয়ান আহমেদ তৌফিক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, রাষ্ট্রপতির সিনিয়র সচিব শেখ আলতাফ আলী নৈশভোজে যোগ দেন। একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২০.১২.১৪।
Link copied!