AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবি অধ্যাপকের নতুন প্রজাপতি আবিষ্কার


Ekushey Sangbad

১১:৩২ এএম, ডিসেম্বর ২০, ২০১৪
জাবি অধ্যাপকের নতুন প্রজাপতি আবিষ্কার

জাবি প্রতিনিধিঃ (White Yellow-breasted Flat) নামক নতুন একটি প্রজাপতি আবিষ্কার করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন।   এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে শুক্রবার সংবাদ সম্মেলন করে নতুন এ প্রজাপতি সনাক্তের বিষয়ে প্রজাপতি গবেষক অধ্যাপক মনোয়ার জানান, গত ২৬ অক্টোবর বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রজেক্ট ‘আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ (IUCN updating species redlist of  Bangladesh)’ এর সাথে প্রজাপতি বিষয়ক গবেষণা দল নিয়ে প্রজাপতিটি সুন্দরবনের কচিখোলা রেঞ্জ থেকে শনাক্ত করেন ।   প্রজাপতির ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার এবং ডানা দেখতে গাঢ় বাদামী ও সাদা রঙের। প্রজাপতিটি ঘন জঙ্গলের পাতার নীচে বসে। বাংলাদেশে এর জীবনচক্র ও অন্যান্য জৈবিক কার্যক্রম এখনও অজানা বলেও জানান তিনি।তিনি জানান, ভারতের বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির প্রজাপতি বিশেষজ্ঞ আইজাক কেহিমকার এবং সিঙ্গাপুর বিমানবাহিনীর বিজ্ঞানী ও প্রকৃতিবিদ সানি চির এ নতুন প্রজাপতির আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।   এদিকে, গত ৩০ মার্চ জঙ্গল গ্গ্নোরি নামে আরেকটি প্রজাপতি শনাক্ত করেছিলেন ড. মনোয়ার। ইতিমধ্যে সুন্দরবনে ৩৭টি প্রজাতির প্রজাপতি আবিষ্কার হয়েছে। নতুন আর একটি প্রজাপতি শনাক্ত করায় সুন্দরবনে প্রজাপতির প্রজাতি সংখ্যা ৩৮টি হলো।   ড. মনোয়ার বলেন, "সুন্দরবন জীববৈচিত্রে ভরপুর। এর অনেক জীববৈচিত্র এখনো অনাবিষ্কৃত।" উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বন্যপ্রাণিবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রকল্প 'আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশে'(IUCN updating species redlist of  Bangladesh)সাতজন বিজ্ঞানী কাজ করছেন।   একুশে সংবাদ ডটকম/হাফিজুর রহমান/২০.১২.১৪।
Link copied!