AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজব তাল গাছটি কেটে ফেলেছে দুর্বৃত্তরা


Ekushey Sangbad

১২:০৪ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
আজব তাল গাছটি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

কুমিল্লা প্রতিনিধি: রোগমুক্তি কামনায় যে তালগাছটিকে ঘিরে হাজারো মানুষ জড়ো হচ্ছিলেন সেটি কে বা কারা শনিবার রাতে করাত দিয়ে কেটে ফেলেছে। কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐচারচর গ্রামের আজব তালগাছটির অবস্থান ছিল।     এ ঘটনায় এলাকাবাসীর মনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। এই কারণে ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মৃত গাছটিকে দেখতে ছুটে আসছে আশেপাশের উপজেলা থেকে হাজারো মানুষ। তারা তালগাছটি হত্যাকারীদের বিচার দাবি করছেন।     এর আগে আজব তালগাছ ঘিরে প্রতিদিন জড়ো হতেন হাজারো মানুষ। এলাকাবাসী বলছেন, তালগাছটি কি দোষ করেছে! কি দরকার ছিলো এই তালগাছটি কেটে ফেলার? কেন কবরের ওপর থাকা তালগাছটি রাতের আধারে কেটে ফেলা হলো- এমন প্রশ্ন এলাকাবাসীর।     আবার কেউ কেউ বলছে তালগাছটি নেই তাতে কি হয়েছে। তালগাছটির গোড়া তো আছে। এটাকে সংরক্ষণ করতে হবে। এই জন্য এর চারপাশে বেড়া তৈরি করতে হবে। যাতে এর শেষ চিহ্নটুকু অন্তত থাকে।     সরেজমিনে গিয়ে দেখা গেছে এলাকাবাসী এখন মৃত তালগাছটির গোড়ায় চুমু খাচ্ছেন। এখনো তাদের বিশ্বাস গাছটি না থাকলেও এর গোড়ায় তার আত্মাবেঁচে আছে। যে আত্মা তাদের রোগমুক্তি করে দেবে। যে কারণে সৃষ্টি হয়েছে প্রচন্ড ভিড়। ভিড়ের কারণে গাছটির কাছে যাওয়া যাচ্ছে না। কাটা অংশটিকে ঘিরে এখন আবার শুরু হয়েছে তোলপাড়।     যিনিই কাটা অংশটির কাছে যাচ্ছেন, তার আর সেখান থেকে ফিরে আসতে মন চাচ্ছে না। কাটা অংশটিকে জড়িয়ে ধরে অনেকে কেদে ফেলছেন।   talgac 2   উল্লেখ্য, তালগাছটি একটি কবরস্থানের মাঝখানে ছিলো। এই তালগাছটি ঘিরে দুই সপ্তাহ ধরে তোলপাড় ছিলো অত্র উপজেলায়। বিশেষ করে শনি এবং মঙ্গলবারে সেখানে জনসমুদ্রে পরিণত হতো। কেউ কেউ এই জায়গাটি সংরক্ষণের জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।     গত দুই সপ্তাহ যাবৎ একাধারে তিন দিন এই তালগাছটির চারদিকে একবার করে ঘুরে যার যা ইচ্ছা অনুযায়ী রোগমুক্তি হচ্ছিল। সে জন্য শিশু থেকে শুরু করে যুবক-যুবতী, বৃদ্ধ সবাই এই তালগাছটির চারদিকে ঘুরতো। আর তাতেই তাদের রোগমুক্তি হতো বলে বিশ্বাস। কেউ কেউ গাছের গোড়া থেকে মাটি সংগ্রহও করেছেন। বিশ্বাস করতো এই মাটি শরীরে লাগালেও বিভিন্ন রোগমুক্তি হয়।     এ জন্য ঐচারচর গ্রামে আসতে আরেকটি গ্রাম আব্দুল্লাহপুরের মানুষের জন্য নদীর মাঝখানে তিনটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছিলো। এছাড়া জায়গাটির আশপাশের জমির ফসল তুলে ফেলা হয়েছিলো যাতে করে মানুষ সহজেই ওই জায়গাটিতে আসতে পারেন।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!