AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি


Ekushey Sangbad

০১:৫৮ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ‘বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা করে না যুক্তরাষ্ট্র। এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। তবে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’     শনিবার সকালে ঢাকার বারিধারায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় ঢাকায় দায়িত্ব পালনকালে তার ভূমিকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।     মজিনা বলেন, ‘কোনো মানদণ্ডেই বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন সবচেয়ে ভালো সময় পার করছে।’     মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গার্মেন্ট সেক্টরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।’     তিনি জানান, বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী ও কোস্ট গার্ডকে সহায়তা দিচ্ছে আমেরিকা।     মজীনা বলেন, “বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক। এ দেশটি বিস্ময়করভাবে শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছে। আমি নিশ্চিত যে, বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারবে। যে দেশকে স্বাধীনতা যুদ্ধের পর তলাবিহীন ঝুড়ি বলা হতো, সে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষিতে মহাবিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশের গর্ব করার মতো অনেক কিছু রয়েছে।”     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!