AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএসই’র টার্নওভার কমেছে ৪৭.০১%


Ekushey Sangbad

০২:২৮ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
ডিএসই’র টার্নওভার কমেছে ৪৭.০১%

একুশে সংবাদ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে নতুন অটোমেটেড ট্রেডিং সিস্টেম চালুর পর অধিকাংশ সময় সূচকের পতন অব্যাহত ছিল। সূচকের পাশাপাশি লেনদেনেও ছিল অনেকটা ধীরগতি। এ কারেণে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর টার্নওভার ( লেনদেন) ৪৭ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে।   বিশ্লেষণে দেখা গেছে, চলতি সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৫৫ কোটি ২ লাখ ৯৩ হাজার ১০০ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০২ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা।   এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৭৮ দশমিক ৫৮ শতাংশ। চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১০০ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৪২২ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৭০৪ টাকা।   অন্যদিকে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ। চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৬৯ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার টাকা।   ‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। চলতি সপ্তাহের এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২১৩ কোটি ৬ লাখ ৩৯ হাজার টাকা।   ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৯৭ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা।   এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ার দর।     একুশে সংবাদ ডটকম/আর/২০-১২-০১৪:
Link copied!