AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় দিয়ে বছর শেষ করলো বায়ার্ন


Ekushey Sangbad

০৩:৩৬ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
জয় দিয়ে বছর শেষ করলো বায়ার্ন

একুশে স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালের শেষ ম্যাচে শুক্রবার রাতে মেইঞ্জ জিরো ফাইভের বিপক্ষে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। তবে কোনো অঘটন নয়, কাঙ্খিত জয় নিয়েই বছর শেষ করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।     শুক্রবার ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। মেইঞ্জের সয়টোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে গোলটি পরিশোধ করেন বায়ার্নের বাস্তিয়ান শোয়েনস্টেইগার। ২০ গজ দূর থেকে ফ্রি কিকের মাধ্যমে বল জালে জড়ান তিনি। এরপর ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু;দল।     বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ একটি গোলের সুযোগ তৈরি করে মেইঞ্জের খেলোয়াড়রা। কিন্তু ম্যানুয়েল ন্যুয়ারের দক্ষতায় রক্ষা পায় বায়ার্ন। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলে ম্যাচ। আসে গোলের সুযোগ। চলে গোল মিসের মহড়া। ৮৯ মিনিটেও যখন ম্যাচের ফল ১-১, তখন পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা প্রকট হয়ে দেখা দেয়।     কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে পূর্ণ তিন পয়েন্টই ছিনিয়ে আনেন ডাচ তারকা আরিয়েন রোবেন। ম্যাচের ৯০ মিনিটে থমাস মুলারের সহায়তায় বল জালে জড়ান রোবেন। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।     এ জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে বায়ার্নের সংগ্রহ ৪৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ থেকে মেইঞ্জের সংগ্রহ ১৮ পয়েন্ট।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!