AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরোহীর ভারে প্রাণ গেল গাধার!


Ekushey Sangbad

০৫:২২ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
আরোহীর ভারে প্রাণ গেল গাধার!

একুশে সংবাদ ডেস্ক: ওজন ১৫০ কেজির কাছাকাছি। আর এই ওজন নিয়ে চেপে তিনি বসলেন পাঁচ মাস বয়সের এক গাধার পিঠে। কোথাও যাওয়ার উদ্দেশ্যে নয়, একটু শখ হয়েছিল গাধার পিঠে চড়ে ছবি তোলার। যাকে বলে 'অ্যাসফি'! যা হবার তাই হল। তার ছবি তোলার সাধ মেটাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল নিরীহ অবলা গাধাটির।     ঘটনাটি স্পেনের লুসিয়ানা শহরের। অ্যাডেবো এবং সারকুলো অ্যানিম্যালিস্তা নামে দুটি পশু সুরক্ষা সংস্থা এদিন জানিয়েছে, গত ১০ ডিসেম্বর লোকটি বড়দিনের আনন্দ উপভোগ করতে প্ল্যাটেরো নামে মাত্র পাঁচ মাসের একটি গাধার পিঠে উঠে হাসি হাসি মুখ করে ছবি তোলেন।     একটি স্যোশাল ওয়েবসাইটে দেখা গেছে, ওই দুবলা গাধাটির ওপর নীল জামা ও সবুজ প্যান্ট পরা লোকটি গর্বিতভাবে হাতে লাগাম ধরে বসে আছে। কিন্তু সেই চাপ সহ্য করতে পারেনি গাধাটি। তিনদিন পর সেটি মারা যায়।     লুসিয়ানার পুলিশ ৩৮ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে পশুর ওপর অমানবিক অত্যাচারের অভিযোগ দায়ের করেছে। স্পেনের জাতীয় পুলিশ টুইটারে জানিয়েছে ‘পশুদের যত্ন নিন। মানবিক ও বুদ্ধিদীপ্ত আচরণ করুন। নিজেই গর্দভ হয়ে যাবেন না। নিয়ম মানুন!     বড়দিনের ছুটির আমেজ পেতে স্পেনে ভেড়া বা গাধার উপর উঠে ছবি তোলা নতুন নয়। প্রত্যেক বছরই এরকমটা হয়। তাই বলে বাচ্চা গাধার পিঠে চার মন ওজনের মানুষকে উঠতে দেখা যায় না।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!