AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যান্ডশেক করায় কিশোরকে পিটিয়ে হত্যা


Ekushey Sangbad

০৬:১৪ পিএম, ডিসেম্বর ২০, ২০১৪
হ্যান্ডশেক করায় কিশোরকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক কিশোরী মেয়ের সঙ্গে হ্যান্ডশেক (করমর্দন) করায় রায়হান আলী (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।     শনিবার সকাল ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর রায়হান মারা যায়।     বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।     পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চয়ন নামের একজনকে আটক করেছে।     এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে নন্দীপাড়া স্কুল মাঠে গ্রামবাসীর উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে রায়হান আলী (১৫) দক্ষিণ নন্দীপাড়া গ্রামের এক মেয়ের সঙ্গে হ্যান্ডশেক করে।     এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে রায়হান আলী গুরুতর আহত হয়।     এ সময় স্থানীয়রা রায়হানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে রায়হান মারা যায়।     মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিহত রায়হানের গ্রামের বিক্ষুব্ধ লোকজন দক্ষিণ নন্দীপাড়া গ্রামে হামলা চালিয়ে সোহেল, রাজ্জাক, রফিকুল, সাইফুল, আনিছার, কোব্বাদসহ ৭/৮ জনের বাড়ি ভাঙচুর করে। এ সময় রওশন আরা, জোসনা, চায়না নামের তিন নারী গুরুতর আহত হয় বলে জানা গেছে। তাদেরকে বগুড়া মো. আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।     ক্ষতিগ্রস্ত সোহেল জানায়, তার বাড়িতে হামলা চালিয়ে ৭টি গরু, ৪টি ছাগল, ২টি বাইসাইকেল লুট করে নিয়ে গেছে।     ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহত রায়হানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।     বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চয়ন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।     একুশে সংবাদ ডটকম/মামুন/২০.১২.২০১৪
Link copied!