AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কম বয়সি মহিলাদের কাছে পুরুষদের হার


Ekushey Sangbad

০৯:৪৪ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
কম বয়সি মহিলাদের কাছে পুরুষদের হার

একুশে সংবাদ : মহিলারাই হারিয়ে দিলেন পুরুষদের৷ তাও আবার, কম বয়সিরাই৷ তবে, এমন ঘটনার জেরে মোটেও খুশি হতে পারছেন না বিশেষজ্ঞরা৷ বরং, তাঁরা একই সঙ্গে উদ্বিগ্ন এবং যারপরনায় আতঙ্কিত৷তথাকথিত ‘পুরুষশাসিত সমাজে’ মহিলারা জিতে গেলেন বলেই যে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত, তা কিন্তু নয়৷কারণ, অন্য৷আর, সেই কারণের কথা জানলে, খুশি হতে পারবেন না স্বয়ং মহিলারাই৷পুরুষদের হারিয়ে দেওয়া সত্ত্বেও তাঁদের চিন্তা বাড়বে ছাড়া কমবে না৷ কারণ, ডায়াবেটিস৷সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশ, পুরুষদের তুলনায় অনেক বেশি সংখ্যক মহিলা আক্রান্ত হচ্ছেন নিঃশব্দ ঘাতক হিসেবে পরিচিত এই রোগে৷তাও অনেক ক্ষেত্রে আবার মহিলারা নিজের অজান্তেই আক্রান্ত হয়ে পড়ছেন ডায়াবেটিসে৷ বেসরকারি সংস্থা হিসেবে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের মধ্যেও বেশি দেখা যাচ্ছে ডায়াবেটিসে আক্রান্তের হার৷ বণিকসভা অ্যাসোচেমের ওই সমীক্ষায় প্রকাশ, পুরুষরা যেখানে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন ২৫ শতাংশ হারে, সেখানে মহিলাদের মধ্যে আক্রান্তের হার ৪২ শতাংশ৷ যদিও ডায়াবেটিসে সব থেকে বেশি আক্রান্তের হার দেখা যাচ্ছে রাজধানী, দিল্লিতে (বৃহত্তর দিল্লি)৷ তার পরের স্থানে যথাক্রমে রয়েছে মুম্বই এবং আমেদাবাদে৷এ ক্ষেত্রে কলকাতার স্থান সাত নম্বরে৷ তবে, শুধুমাত্র দেশের অন্যান্য শহরের কম বয়সি মহিলারাই নন৷ পুরুষদের তুলনায় ডায়াবেটিসে বেশি আক্রান্ত হচ্ছেন কলকাতার মহিলারাও৷ শহরাঞ্চলের মহিলারাই যে আবার বেশি আক্রান্ত হচ্ছেন, তাও কিন্তু নয়৷ কারণ, রেয়াত পাচ্ছেন না গ্রামাঞ্চলের মহিলারাও৷অ্যাসোচেমের ওই সমীক্ষায় প্রকাশ, ২০ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে ডায়াবেটিস দেখা যাচ্ছে ৫৫ শতাংশ হারে৷নিঃশব্দ ঘাতক এই রোগে আক্রান্তের হার ৩০ থেকে ৩৯ বছর বয়সিদের মধ্যে ২৬ এবং ৪০ থেকে ৪৯ বছর বয়সিদের মধ্যে ১৬ শতাংশ৷ অন্যদিকে, ৫০ থেকে ৫৯ বছর বয়সিদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার দুই শতাংশ৷আর, ৬০ থেকে ৬৯ বছর বয়সিদের মধ্যে ওই হার এক শতাংশের মতো৷ অ্যাসোচেমের স্বাস্থ্য সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডা: বি কে রাওয়ের কথায়, ‘২০ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ২৮ শতাংশ হারে৷ অন্যদিকে, ৩০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকমাত্রায়৷’ যেভাবে অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড এবং মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে ৩০ থেকে ৩৫ বছরের মহিলাদের মধ্যে, তাতেও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷বিশেষজ্ঞরা মনে করেন, ডায়াবেটিসের বিষয়ে যত বাড়বে সচেতনতা, তত বেশি এড়ানো সম্ভব হবে নিঃশব্দ ঘাতক এই রোগকে৷ একুশে সংবাদ ডটকম/আর/২১-১২-০১৪:
Link copied!