AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শচীনকে হারিয়ে শিরোপা জিতলেন সৌরভ


Ekushey Sangbad

১০:৪৩ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
শচীনকে হারিয়ে শিরোপা জিতলেন সৌরভ

একুশে স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠের ২২ গজে এক সময় দু’জন ছিলেন সহযোদ্ধা; কিন্তু শনিবার একের অন্যের বিপক্ষে লড়াইয়ে নামতে হয়েছে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক-সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকারকে।     না ক্রিকেটে নয় ফুটবলে। নেপথ্যে থেকে লড়াই করেছেন এই দুই মহানায়ক আর ফুটবল মাঠে প্রত্যক্ষ লড়াই করেছে তাদের দল। শেষ অবধি এই লড়াইয়ে বিজয়ীর হাসি শোভা পেয়েছে গাঙ্গুলির মুখে।     শচিন টেন্ডুলকারের দল কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফুটবলের উদ্বোধনী আসরের শিরোপা জিতে নিয়েছে গাঙ্গুলির দল অ্যাতলেটিকো ডি কলকাতা। ফাইনালে মোহাম্মদ রফিকের শেষ মিনিটের (৯০+৫) গোলে কলকাতা শিরোপা জিতেছে ১-০ গোলের জয়ে।     এদিন মহারাষ্ট্রের ড. ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সমানে সমানে লড়াই করেছে গাঙ্গুলি-শচিনের দল। একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দল তা কাজে লাগাতে না পারায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূণ্যভাবে।   ISL   দ্বিতীয়ার্ধেও দেখা গেছে একই চিত্র। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে অ্যাতলেটিকো ডি কলকাতাকে আনন্দে ভাসিয়েছেন ভারতের ২২ বছর বয়সী ফুটবলার রফিক। জাকুব পোদানির বানিয়ে দেওয়া বল কেরালার জালে জড়িয়ে দিয়েছেন রফিক। এর পরপরই খেলা শেষ করার বাঁশি বাজিয়েছেন রেফারি; গাঙ্গুলির কলকাতা মেতে উঠেছে শিরোপা জয়ের উল্লাসে।     উল্লেখ্য, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মোট ৮ দল নিয়ে গত ২১ অক্টোবর মাঠে গড়িয়েছিল ইন্ডিয়ান আইএসএল’র প্রথম আসর। দলগুলোর মালিকানায় রয়েছে খ্যাতনামা ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের মতো ক্রিকেট তারকাদের পাশাপাশি হৃত্বিক রোশন, অভিষেক বচ্চনদের মতো খ্যাতনামা বলিউড তারকারাও। কেরালার সহ-মালিকানায় রয়েছেন শচিন। অন্যদিকে, অ্যাতলেটিকো ডি কলকাতার সহ-মালিকানায় রয়েছেন সৌরভ গাঙ্গুলি।     দলগুলোতে ভারতীয় স্থানীয় ফুটবলারদের পাশাপাশি ফুটবল বিশ্বের সাবেক খ্যাতনামা তারকা ফুটবলারদের অনেকেই খেলেছেন। চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো ডি কলকাতায় ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম।     একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১২.২০১৪
Link copied!