AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কর্ডোভাকে পেয়ে গোল উৎসব করলো বার্সা


Ekushey Sangbad

১১:০৪ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
কর্ডোভাকে পেয়ে গোল উৎসব করলো বার্সা

একুশে স্পোর্টস ডেস্ক: তাহলে বড়দিনের ছুটিটা বেশ মজা করেই কাটাবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ক্রিসমাসের আগে শেষ ম্যাচে ন্যু ক্যাম্পে কর্ডোভাকে পেয়ে গোল উৎসবে মেতেছে বার্সেলোনা।     মেসির জোড়া গোল, পেদ্রাে এবং লা লিগায় সুয়ারেজের প্রথম গোলের সুবাদে কর্ডোভাকে ৫-০ গোলে হারিয়েছে বার্সা।     বার্সেলোনার জার্সি গায়ে জড়ানোর পর থেকে গোল যেন খরা হয়ে দেখা দিয়েছে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের জন্য। লা লিগায় তো গোলেরই দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে লা লিগায় নিজের গোলের খাতা খুললেন বিতর্কিত এই ফুটবলার। করলেন প্রথম গোল।     এদিন খেলার দ্বিতীয় মিনিট থেকেই গোল উৎসব শুরু করে বার্সা। সূচনা করেন পেদ্রো রদ্রিগেজ। প্রথমার্ধে এই এক গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালানদের।     বিরতির পর দ্বিতীয়ার্ধের ৮ম মিনিট থেকেই স্বরূপে বার্সা। ৫৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ল্ইুস সুয়ারেজ। পেদ্রোর সহযোগিতায় ডান পায়ের শটে কর্ডোভার জালে বল জড়ান সুয়ারেজ। ৮০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন জেরার্ড পিকে।     কিন্তু তখনো মেসি ম্যাজিক বাকি ২ মিনিট পর গোল করলেন লিওনেল মেসি। ৪-০ ব্যবধানে জয় নিয়ে যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বার্সা সমর্থকরা, তখন আবারও (৯০+১ মিনিটে) গোল করলেন মেসি। এ নিয়ে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৫টিতে। অপরদিকে রোনালদোর গোল ২৫টি।     এই জয়ে অবশ্য লা লিগার পয়েন্ট টেবিলে অবস্থানের কোন তারতম্য ঘটেনি। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখও দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় নীচের দিক থেকে এখন দ্বিতীয় নাম্বারে (১৯তম) অবস্থান করছে কর্ডোভা।     একুশে সংবাদ ডটকম/মামুন/২১.১২.২০১৪
Link copied!