AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিটিপি প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


Ekushey Sangbad

১১:৪৭ এএম, ডিসেম্বর ২১, ২০১৪
টিটিপি প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একুশে সংবাদঃ পাকিস্তানের সন্ত্রাস বিরোধী এক আদালত শনিবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি)গোষ্ঠীর নেতার মোল্লা ফজলুল্লাহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।   শনিবার করাচি বিমাবন্দরে হামলার ঘটনায় টিটিপি প্রধান মোল্লা ফজলুল্লাহ, দলের মুখপাত্র শহিদুল্লাপহ শহিদসহ নয় জনের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ওই আদালত। চলতি বছরের জুন মাসে পরিচালিত ওই হামলায় ১০ জঙ্গিসহ কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন ভার্সনে এ খবর জানিয়েছে।   এর আগে এক অনির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছিল টিটিপি প্রধান ফজলুল্লাহ শনিবার সকালে আফগানিস্তানে এক বিমান হামলা নিহত হয়েছেন। তবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হযনি।   এদিকে জুনে সংগঠিত ওই সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তান সরকারের সঙ্গে তালেবান নেতাদের শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। তারপর থেকে জঙ্গিদের বিরুদ্ধে জার্ব-ই-আজ্ব অভিযান শুরু করে সেনাবাহিনী।   জুনের ওই হামলার দায় স্বীকার করে টিটিপি মুখপাত্র শহিদু্ল্লাহ বলেছিলেন, তাদের দলের সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদের হত্যার প্রতিশোধ নিতেই তারা ওই হামলা চালিয়েছে। এ বছরের গোড়ার দিকে এক মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন মেহসুদ ।   সম্প্রতি পেশোয়ার স্কুলে সন্ত্রাসী হামলায় ১৪২ জন নিহত নিহত হওয়ার পর জঙ্গিদের দমনে নানা উদ্যোগ গ্রহণ করেছে পাক সরকার। সম্প্রতি মৃত্যুদণ্ডাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর শুক্রবার দুই জঙ্গিকে ফাঁসি দেয়া হয়েছে। আরো দুজনের ফাঁসির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। এবার টিটিপি নেতাদের ধরতে এই পরোয়ানা জারি করল আদালত।   একুশে সংবাদ ডটকম/সংগ্রাম/২১.১২.১৪।
Link copied!