AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বগুড়ার শেরপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০


Ekushey Sangbad

০৮:০৯ পিএম, ডিসেম্বর ২১, ২০১৪
বগুড়ার শেরপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের গ্রাম বাসীর মাঝে সংঘর্ষে নারী-পুরুষ সহ আহত২০জন। সূত্রে জানা যায়, খামারকান্দি গ্রামের জনৈক ইসমাইল হোসেন, মোখলেছুর রহমান সহ প্রায় ৪০জন ব্যক্তি মিলে সরকারি বরাদ্দকৃত বিদ্যুৎ লাইন পায় গত বছর। এসময় একই গ্রামের লাল চাঁন নামের এক ব্যক্তির কাছে ঘুষের টাকা দাবী করা হলে সে দিতে অপারগতা প্রকাশ করে। সে তখন বলে তার বিদ্যুৎ সংযোগ লাগবে না।   সম্প্রতি ওই লাল চাঁন গ্রামের লোকজনকে বাদ দিয়ে অফিসের চিহ্নিত দালালদের মাধ্যমে শেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে তার বাড়িতে বিদুৎ সংযোগ পেতে যাবতীয় কাগজপত্র ঠিক করে। রোববার দুপুর ১টার দিকে শেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান লাল চাঁনের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে গ্রামের লোকজন বাধা দেয়। এসময় লাল চাঁন ও গ্রামের সাধারণ গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এঘটনায় ২০জন আহত হয়।   আহতদের মধ্যে ১১জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- ইসমাইল হোসেন (৩০), মোখলেছুর রহমান (২৫), সাবেদ আলী (৫০), বাকি বিল্লাহ (২১), হালিমা বেগম (৩০), আব্দুল মোমিন (২৫), আবুল কালাম আজাদ (৪৫), সুজন মিয়া (১৮), সাহেব আলী (৫৫), রাবেয়া বেগম (৩৮), সামান আলী (৬৫)। এ প্রসঙ্গে শেরপুর থানার এসআই আবু জাররা জানান, খামারকান্দি গ্রামের সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।   একুশে সংবাদ ডটকম/নজরুল ইসলাম মিন্টু/২১.১২.১৪।
Link copied!