AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুরে আসুন বরফ উৎসবে..


Ekushey Sangbad

০১:৩২ পিএম, জানুয়ারি ৯, ২০১৫
ঘুরে আসুন বরফ উৎসবে..

একুশে সংবাদ : শুরু হয়েছে বিখ্যাত আইস ফেস্টিভেল বা বরফ উৎসব। চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে সোমবার থেকে শুরু হয়েছে এই উৎসব। মাসব্যাপী এ উৎসবে এবার আট লাখ পর্যটক যোগ দিবে বলে অনুমান করা হচ্ছে। আপনিও চাইলে পারেন এই সুন্দর উৎসবটিতে যোগ দিতে। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে নানা বর্ণে সেজেছে হারবিন শহরটি। সংহুয়া নদীর তীরে তৈরি করা হয়েছে নানা ধরনের স্থাপত্য আর ভাস্কর্য যা দেখলে দু চোখ জুড়িয়ে যায়। রাতে এসব স্থাপত্যের ওপর রঙিন আলো পড়ে তৈরি হয় এক অপার্থিব সৌন্দর্য। এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসে লাখ লাখ মানুষ। অনেকে আবার বিয়ের জন্য বেছে নেন হারবিনের এই বরফ উৎসবকে। বিয়ের পর বরফের স্থাপত্যগুলোর ওপর নানা ঢঙ্গে ছবি তোলেন নব দম্পতিরা। সংহুয়া নদী তীরবর্তী সান দ্বীপে তৈরি করা হয় ওই বরফের ভাস্কর্যগুলো। শীতের সময় এখানে দুই থেকে তিন ইঞ্চি পুরো বরফ জমা হয়। এসব বরফ তুলে এনে চলে নানা স্থাপত্য আর ভাস্কর্য তৈরির কাজ। এগুলো তৈরির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বিখ্যাত সব শিল্পীরা। এক মাসেরও বেশি সময় ধরে বরফ কেটে কেটে তারা গড়ে তুলেন সাদা এক বরফ রাজ্য। বিশাল বিশাল ভবন, সুইপিং পুল, ফুলে ফুলে সুশোভিত পার্ক, বিভিন্ন রাইড- কী নেই এখানে বলুন তো! চীনে এ উৎসবটি চলে আসছে ১৯৬৩ সাল থেকে। তখন এটি ছিল নিছকই এক আঞ্চলিক উৎসব। এটি আন্তর্জাতিক উৎসবের রূপ নেয় ১৯৮৫ সালের ৫ জানুয়ারি থেকে। প্রতিবছর ৫ জানুয়ারি এটি শুরু হয় , চলে মাসাধিকাল ধরে। একুশে সংবাদ ডটকম/আর/০৯-০১-০১৫:
Link copied!