AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গত ১ বছরে সীমান্তে ২৫ লাখ পিস ইয়াবা আটক


Ekushey Sangbad

১১:৫৮ এএম, জানুয়ারি ১৬, ২০১৫
গত ১ বছরে সীমান্তে ২৫ লাখ পিস ইয়াবা আটক

একুশে সংবাদ: মাদকের ভয়াবহতা এখন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে। শিশু থেকে যুবক একমনকি বয়োজ্যেষ্ঠরাও বাদ যাচ্ছেন না মাদকের ভয়াল থাবা থেকে।     দেশে ব্যবহৃত এসব মাদকের বেশির ভাগই আসে মিয়ানমার ও ভারত সীমান্ত দিয়ে। বিজিবির তথ্য মতে, গত ১২ মাসে সীমান্তে চোরাচালানের সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করে বিজিবি। এর মধ্যে ২৫ লাখ ৩৫ হাজার ৭১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ লাখ ৪৬ হাজার ৬৬২ বোতল ফেনসিডিল, ২ লাখ ৪৯ হাজার ৬৬৮ বোতল বিদেশি মদ, ৮ হাজার ৫৬ লিটার স্থানীয় মদ, ৪৭ হাজার ৮৪৭ বোতল ক্যান, ৬ হাজার ৫৭২ কেজি গাঁজা, ১৪ কেচি ৬৮১ গ্রাম হেরোইন, ১ লাখ ১৬ হাজার ৮৭৩ টি নেশাজাতীয় ইনজেকশন, ২৭ লাখ ৫৪ হাজার ১২টি উত্তেজক ট্যাবলেট এবং ৫ লাখ ১৭ হাজার ৬৬২টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট আটক করা হয়।     ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘ইয়াবা পাচার রোধে বিজিবি’র অব্যাহত তাগিদ প্রদানের ফলে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাদের সীমান্তে ইয়াবা আটকে তৎপর হয়েছে। গত বছর তাদের সীমান্তে ৪ লক্ষাধিক পিস ইয়াবা আটক করা হয়।’     বিজিবি মহাপরিচালক জানান, ইয়াবা পাচার রোধে বিজিবি’র কঠোর নজরদারী ও আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সীমান্তে বিওপি ও বিএসপি নির্মাণ, সীমান্তে জনবল ও টহলের সংখ্যা বৃদ্ধি, নিজস্ব গোয়েন্দা সংস্থঅ এবং সোর্সের মাধ্যমে কার্যকরী তথ্য সংগ্রহ, জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ, আরক্ষিত সীমান্ত বিওপি নির্মাণ এবং তৎপরবর্তী অপারেশনাল ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণের জন্য এয়ার উইং সৃজনের পদক্ষেপ।’     অনেকটা ক্ষোভ প্রকাশ করে বিজিবি’র মহিপরিচালক বলেন, ‘আমরা দিনরাত কষ্ট করে এসব মাদক ব্যবসায়ীকে ধরে থানায় সোপর্দ করি। কিন্তু দেখা যায় আমরা অফিসে ফিরে আসার আগেই ওইসব চোরাকারবারীরা আদালত থেকে জামিন নিয়ে মুচকি হাসি হাসেন।’     এদিকে বেশ কিছু মাদক সেবির সঙ্গে কথা হলে তারা জানান, মাদকের সহজলভ্যতার কারণে রাজধানীসহ দেশজুড়ে তরুণ-তরুণী মাদকাসক্ত হয়ে পড়ছে। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে।     একুশে সংবাদ ডটকম/মামুন/১৬.০১.২০১৫
Link copied!