AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টংগী থেকে নারায়নগঞ্জ ওয়াটার বাস


Ekushey Sangbad

১১:২০ এএম, জানুয়ারি ১৮, ২০১৫
টংগী থেকে নারায়নগঞ্জ ওয়াটার বাস

একুশে সংবাদ : নদী মাতৃক আমাদের এই দেশ। এক সময় নানান রংগের পাল তোলা নৌকা দেখা যেত। দখল ও নদীর নাব্যতা হ্রাস সহ বিভিন্ন কারনে আজ অনেক নদী তার অস্তিত্ব হারিয়েছে। কয়েক দিন আগে একটি জাতীয় পত্রিয়ায় দেখলাম, এক সময়ের প্রমত্তা পদ্মা এখন ঘোড়ার গাড়ী দিয়ে পার হয়। আরও কত কিছু যে অপেক্ষা করছে আমাদের জন্য একমাত্র আল্লাহই জানে। আর আমরা যারা ঢাকা ও তার আশে পাশে বসবাস করি তাদের জন্য তো এ নিয়ে বিনোদনের সুযোগ আরো অনেক কম। বর্ষাকালে কিছু নৌ ভ্রমনের সুযোগ থাকলেও বছরের অন্যান্য সময়ে নাই বললেই চলে। কয়েক বছর ধরে ঢাকার আশে পাশে কিছু ওয়াটার বাস চালু হলেও যাত্রীর অভাব ও অব্যবস্থাপনায় তা বন্ধ হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে গাজীপুরের জেলার টংগী বাজার সংলগ্ন” টংগী নৌ বন্দর” থেকে টংগী – নারায়নগঞ্জ নৌ রুটে ওয়াটার বাস চালু হয়েছে। প্রতিদিন উভয় দিক থেকে ৬ টি করে ছাড়ার কথা থাকলেও যাত্রীর অভাবে একটি করে ছাড়ে। তাই এটার ভবিষ্যত কোন দিকে যাচ্ছে তা সহজে অনুমান করা যায়। এখন টংগী থেকে প্রতিদিন বেলা ৩ টার সময় একটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ও নারায়ণগঞ্জ এর ২ নং লঞ্চ ঘাট থেকে সকাল ৯ টায় টংগীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাড়া জনপ্রতি ১১০ টাকা। মোট সিট সংখ্যা ৪৬ টি। সময় লাগে ৩.৩০ থেকে ৪ ঘন্টা। সাপ্তাহিক কোন বন্ধ নাই। তবে যদি ২৫ জন যাত্রী বা ২৫ জনের ভাড়া পায় তাহলে টংগী থেকে সকাল ৯ টায় একটি ওয়াটার বাস নারায়নগঞ্জের উদ্দেশ্যে ছাড়বে। তাই কাজের উদ্দেশ্যে না হলেও বিনোদনের জন্য ২৫ জন মিলিয়ে দেখে যান, কর্মব্যস্ত রাজধানীর পাশের গ্রামীন পরিবেশ ও নদী মাতৃক বাংলাদেশের রুপ। তবে যে সময়েই আসুন ফোন করে আসাটা মনে হয় ভাল হবে। দেলোয়ার – ০১৮১১৫৮২৯২৩, টংগী নৌ বন্দর। প্রয়োজন মনে করলে আমাকে ইনবক্স করতে পারেন। অবসর থাকলে কস্ট করে গিয়ে এক কাপ চা খেয়ে আসবো। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০১-০১৫:
Link copied!