AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উভকামী নারীর মানসিক স্বাস্থ্য খারাপ হয়


Ekushey Sangbad

০৩:২১ পিএম, জানুয়ারি ১৮, ২০১৫
উভকামী নারীর মানসিক স্বাস্থ্য খারাপ হয়

একুশে সংবাদ : বাইসেক্সুয়াল বা উভকামী নারীদের মানসিক স্বাস্থ্য লেসবিয়ানদের তুলনায় খারাপ হয়। এছাড়া উভকামী নারীরা সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে লেসবিয়ানদের চেয়ে কম সক্ষম হয় বলে গবেষণায় জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গবেষণায় জানা গেছে, বাইসেক্সুয়াল (উভকামী- নারী পুরুষ উভয়ের সঙ্গে যারা যৌনতা করে) নারীরা ৬৪% ক্ষেত্রে খাওয়ার নানা সমস্যায় ভোগে। এ ছাড়াও তাদের লেসবিয়ানদের তুলনায় নিজের ক্ষতি করার প্রবণতা ৩৭ ভাগ বেশি থাকে। এখানেই শেষ নয়, জানা গেছে উভকামী নারীদের লেসবিয়ানের তুলনায় ২৬ ভাগ বেশি সম্ভাবনা থাকে বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার এবং তাদের বছরে উদ্বেগে ভোগার প্রবণতা ২০ ভাগ বেশি থাকে। গবেষণাপত্রটির জ্যেষ্ঠ লেখক এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক ফোর্ড হিকসন বলেন, ‘উভকামী নারীদের যৌনতার ক্ষেত্রে বৈষম্যের হার লেসবিয়ানদের তুলনায় কম হলেও মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে তারা মোটেই সুবিধাজনক অবস্থানে নেই। গবেষণায় দেখা গেছে, উভকামী নারীদের ক্ষেত্রে যৌনতার ভিত্তিতে কর্মস্থল, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা ও পরিবারে বৈষম্যের হার কম। তবে তারা বন্ধুদের কাছ থেকে বৈষম্যমূলক আচরণ পায়। গবেষণার জন্য ৫,৭০০ উভকামী ও লেসবিয়ান নারীদের ওপর পরিচালিত একটি জরিপের ফল বিশ্লেষণ করা হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ পাবলিক হেলথ’-এ। সুত্র: ইন্টারনেট একুশে সংবাদ ডটকম/আর/১৮-০১-০১৫:
Link copied!