AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতিরিক্ত ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক


Ekushey Sangbad

১২:৫৭ পিএম, জানুয়ারি ১৯, ২০১৫
অতিরিক্ত ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

একুশে সংবাদ : চলমান প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ৪০ কোটি মার্কিন ডলার দিচ্ছে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। ব্যাংকের সহজ শর্তে ঋণদান প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (আইডিএ) থেকে এ ঋণ দেয়া হবে। প্রকল্পটিতে এর আগে ৩০ কোটি ডলার সহায়তা চলমান রয়েছে বিশ্বব্যাংকের। নতুন ঋণ চূড়ান্ত করতে ২৫ জানুয়ারি দুই পক্ষে একটি ঋণচুক্তি হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম বলেন, প্রাথমিক শিক্ষা খাত উন্নয়নে চলমান কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক এ সহায়তা দিচ্ছে। এডিবিও অতিরিক্ত অর্থায়ন করতে যাচ্ছে। তিনি বলেন, কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগীরা সন্তুষ্ট হয়েছে বলেই অতিরিক্ত অর্থায়ন করছে। আগামী কয়েক বছর কর্মসূচিটি বাস্তবায়নে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ইআরডি সূত্র আরও জানায়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে ২০১১ সালে এ কর্মসূচি হাতে নেয় সরকার। এ কর্মসূচির ব্যয় ধরা হয় ২২ হাজার ১৯৬ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৮৮ কোটি টাকা বিদেশি সহায়তা সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। অবশ্য সম্প্রতি প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে বরাদ্দ ১৮ হাজার ৮০৮ কোটি ৬৫ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। বরাদ্দ কমলেও প্রকল্পটির বিদেশি সহায়তা উন্নীত হচ্ছে ৪ হাজার ১৯৪ কোটি ৭৪ লাখ টাকায়। জানা যায়, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) প্রকল্পে সহায়তা বাড়াচ্ছে। ৯টি দেশ ও সংস্থা এতে সহায়তা দেবে। বিশ্বব্যাংকের মধ্যবর্তী মূল্যায়নে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির কারণে প্রকল্পটিতে অর্থসঙ্কট চলছিল। এ প্রকল্পে বরাদ্দ ছিল ৮৩০ কোটি ডলার। টাকার মান বেড়ে যাওয়ায় তা ৭৫০ কোটি ডলারে নেমে আসে। প্রকল্প বাস্তবায়নকাল দেড় বছর বাড়াতে ব্যয় ৯৮০ কোটি ডলারে উন্নীত হবে। বাড়তি ২৫০ কোটি ডলারের সংস্থান নিয়ে বিপাকে সরকার। বিশ্বব্যাংক ৪০ কোটি ডলার ও এডিবি ১২ কোটি ডলার সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এছাড়াও বরাদ্দ বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, কর্মসূচির অধীনে দেশব্যাপী ৩ হাজার ৬৮৫ শ্রেণীকক্ষ নির্মাণ, ২ হাজার ৭০৯ বিদ্যালয় পুনর্নির্মাণ, ৪০ শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষকের নিশ্চয়তা, ১ লাখ ২৮ হাজার ৯৫৫ টয়লেট নির্মাণ, ৪৯ হাজার ৩০০ নলকূপ স্থাপন, ৫৩ হাজার ৭৫০ প্রশ্রাবখানা নির্মাণ, ১১ হাজার ৬০০ শ্রেণীকক্ষ মেরামত ও জেলা-উপজেলায় রিসোর্স সেন্টার নির্মাণ করা হবে। অবশ্য সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার দুর্নীতির অভিযোগে অর্থ প্রত্যাহার করায় ইমেজ সঙ্কটে পড়েছে প্রকল্পটি। ২১টি ক্রয় কাজে অনিয়মের অজুহাতে ২৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির দাতা সংস্থা ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের কাছে চিঠি দিয়েছে অস্ট্রেলিয়া সরকারের ঢাকা দূতাবাস। চিঠিতে বলা হয়েছে, কর্মসূচির আওতায় নেয়া ২১ প্রকল্পের ক্রয় কাজে দুর্নীতি হয়েছে।২০১১-১২ অর্থবছরের ক্রয়-পরবর্তী পর্যালোচনায় এ দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। এসব পূর্তকাজের টেন্ডার যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়নি। এ বিষয়ে বলা হয়েছে, ক্রয় কাজে দুর্নীতির কারণে ২৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রত্যাহার করা হবে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০১-০১৫:
Link copied!