AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাঙ্গলকোটে পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদ


Ekushey Sangbad

০১:৪৪ পিএম, জানুয়ারি ১৯, ২০১৫
নাঙ্গলকোটে পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদ

একুশে সংবাদ : নাঙ্গলকোটে পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদের কাজ। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, বীজতলা তৈরীর পর কৃষকরা এখন জমি তৈরীর কাজে ব্যস্ত। ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ আর কন্ কনে শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা বোরো ক্ষেতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। অধিকাংশ কৃষক যুগের সঙ্গে তাল মিলিয়ে গরুর হালের পরিবর্তে পাওয়ার টিলার বা ট্রাকর দিয়ে জমি চাষ করছেন। আর প্রাকৃতিক বৃষ্টিপাতের অপেক্ষা না করে গভীর-অগভীর নলকূপের মাধ্যমে সেই জমিতে সেচ দিচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১২ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭শ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৮হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে বিভিন্ন উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান আবাদ করা হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান, ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। কৃষকরা পরার্মশ মোতাবেক কাজ করলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০১-০১৫:
Link copied!