AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোমার রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


Ekushey Sangbad

০৩:৪৮ পিএম, জানুয়ারি ১৯, ২০১৫
বোমার রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

একুশে সংবাদ : দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে পেট্রোলবোমার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এক মৌন মানববন্ধনে এ দাবি জানান তারা। পেট্রোলবোমায় ইডেন কলেজের দুই ছাত্রী দগ্ধের প্রতিবাদে এই মৌন মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শত শত শিক্ষার্থী সেখানে জড়ো হন। ‘আমার বোন আহত কেন খুনী খালেদা বিচার চাই।’ ‘পেট্রোলবোমার রাজনীতি নিষিদ্ধ কর করতে হবে’। এ জাতীয় বিভিন্ন স্লোগানের প্লেকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরে মৌনমিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইডেন কলেজের দুই ছাত্রী পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা পুড়িয়ে মারার রাজনীতি বন্ধের দাবি জানান। তারা দেশে রাজনীতির নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ মারার ঘটনার তীব্র নিন্দা জানান। গতকাল রাজধানীর সংসদ ভবন এলাকায় বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন ইডেন কলেজ ছাত্রী সাথী আক্তার ও যূথী আক্তার। এ সময় আহত হন মায়মুনা নামের তাদের এক সহপাঠী। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০১-০১৫:
Link copied!